India & World UpdatesHappeningsBreaking News
ইদ-মহরমে বিনা মূল্যে রান্নার গ্যাস, কাশ্মীরে অমিত প্রতিশ্রুতি
ওয়েটুবরাক, ২১ সেপ্টেম্বর : জম্মু-কাশ্মীরে বিজেপি ক্ষমতায় এলে ইদ ও মহরমে প্রতি পরিবারকে বিনা মূল্যে দু’টি করে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে বলে ঘোষণা করলেন অমিত শাহ।
শনিবার জম্মুর মেন্ধরে এক নির্বাচনী সভায় এই প্রতিশ্রুতি দেন তিনি। শাহ দাবি করেন, ‘‘আবদুল্লা, মুফতি ও নেহরু-গান্ধী পরিবার জম্মু-কাশ্মীরে ১৯৯০-এর দশক থেকে সন্ত্রাস ছড়ানোর কাজ করেছে। অন্য দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সন্ত্রাস বন্ধ করেছে। যুবকদের হাতে পাথরের বদলে ল্যাপটপ দেওয়া হয়েছে।’’
বিরোধীদের বিরুদ্ধে জম্মু-কাশ্মীরে গণতন্ত্র স্তব্ধ করে রাখার অভিযোগও এনেছেন শাহ। তাঁর দাবি, ‘‘ওই তিন পরিবারই এখানে গণতন্ত্রকে স্তব্ধ করে রেখেছিল। ২০১৪ সালে মোদিজির সরকার ক্ষমতায় না এলে জম্মু-কাশ্মীরে পঞ্চায়েত, ব্লক ও জেলা স্তরে নির্বাচন হত না।’’ মনে করিয়ে দিয়েছেন মোদি জমানাতেই সংরক্ষণের সুবিধে পেয়েছেন জম্মু-কাশ্মীরের ওবিসি, গুজ্জর, বকরওয়াল ও পাহাড়িরা। তাঁর কথায়, ‘‘যখন এই বিল এনেছিলাম তখন ফারুক আবদুল্লার দল বিরোধিতা করেছিল। এখানেও গুজ্জর ভাইদের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছিল তারা। আমি রাজৌরিতে এসে প্রতিশ্রুতি দিয়েছিলাম গুজ্জরদের জন্য সংরক্ষণ না কমিয়েই পাহাড়িদের সংরক্ষণের সুবিধে দেব। আমরা কথা রেখেছি।’’
শাহের দাবি, পাকিস্তান মোদিকে ভয় পায়। এখন তাই জঙ্গি হামলার পাশাপাশি সীমান্তপার থেকে পাক বাহিনীর হামলাও বন্ধ হয়েছে।
কংগ্রেসের প্রশ্ন, বিরোধীরা সব সময়েই বিশেষ সম্প্রদায়কে তুষ্টিকরণের রাজনীতি করেন বলে দাবি করে বিজেপি। সে ক্ষেত্রে শাহের এই ঘোষণা কী ধরনের রাজনীতির ইঙ্গিত?