NE UpdatesHappeningsBreaking News
আলোচনার পক্ষপাতী পরেশ বরুয়াও, উদ্যোক্তা হিমন্ত
ওয়েটুবরাক, ৭ সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার প্রশংসা করলেন আলফা স্বাধীনের সর্বাধিনায়ক পরেশ বরুয়া। আলফা স্বাধীনের সঙ্গে আলোচনার জন্য তিনি আন্তরিক প্রয়াস নিয়েছেন বলেই পরেশ মনে করছেন। তবে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, আলোচনা সেরে পূর্ণ সমাধানে পৌঁছাতে ২-৩ বছর সময় লাগতে পারে। কারণ আলফার আলোচনাপন্থী ও স্বাধীন- দুই গোষ্ঠীকে এক টেবিলে এনে একটিই শান্তি চুক্তি হবে।
পরেশ বলেন, “মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়ার সময়ও আলোচনার চেষ্টা হয়েছিল৷ কিন্তু এগোয়নি। তরুণ গগৈ আলফাকে গুঁড়িয়ে দেওয়ার যে রণকৌশল নিয়েছিলেন তাতে কারও কোনও লাভ হয়নি। বর্তমান মুখ্যমন্ত্রী প্রথমবার ৪২ বছরের সংঘাত মেটানোর আন্তরিকতা ও সাহস দেখিয়েছেন। তাই আমরাও আশাবাদী।”
মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামা এই সরকারের ভাল কাজের সমর্থন হিসেবে আলফা সংঘর্ষের পথ আপাতত একতরফা ভাবে পরিহার করছে বলে পরেশ জানিয়েছেন।