Barak UpdatesHappeningsBreaking News
আর্থিক ক্ষমতা থাকবে না মিনি সচিবালয়ের, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
ওয়েটুবরাক, ১৮ সেপ্টেম্বরঃ বরাক উপত্যকার মিনি সচিবালয় নির্মাণের কাজ পূর্ণোদ্যমে শুরু হতে চলেছে। আজ শনিবার মিনি সচিবালয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, এ জন্য ১১৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর দরপত্র খোলা হবে। পুজোর পরে কাজ শুরু হয়ে যাবে। শেষ হতে দুই থেকে তিন বছর লাগবে। এর পরই মিনি সচিবালয়ের কাজকর্ম প্রকৃত অর্থে শুরু হবে। তখন পেনশন-ছুটি ইত্যাদি কাজকর্মের জন্য গুয়াহাটি যেতে হবে না। এখানেই সে সবের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনও ক্ষমতা থাকবে না মিনি সচিবালয়ের, সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন হিমন্ত বিশ্ব।