Barak UpdatesHappeningsBreaking News
আমি বলেছি, তাঁর রাজনৈতিক জীবনটা যেন সুরক্ষিত থাকে, বললেন বীথিকা দেব
ওয়েটুবরাক, ১৬ আগস্টঃ কংগ্রেস ছাডার আগে মায়ের অনুমতি নিয়েছেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। শিলচরের প্রাক্তন বিধায়ক বীথিকা দেব স্বীকার করেছেন এ কথা। তিনি জানিয়েছেন, আমি তাঁকে শুধু বলেছি, আমার কোনও আপত্তির কথা নেই। তবে যেখানেই যাও নিজের রাজনৈতিক ভবিষ্যতটা যেন সুরক্ষিত থাকে, সেটা খুব ভালভাবে দেখে নিও।
তাঁর কথায়, মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদ তো বটেই, কংগ্রেসের সাধারণ সদস্য পদে ইস্তফা, এ এক বিরাট চ্যালেঞ্জ, আত্মত্যাগও। তবে তিনি আশাবাদী, বাবা সন্তোষমোহন দেবের মত সুস্মিতারও রাজনৈতিক ভবিষ্যত উজ্জ্বলতর হবে।
সুস্মিতা দেব কি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ত্রিপুরার দায়িত্ব নিতে চলেছেন? একটু ভেবে নিয়ে শিলচরের প্রাক্তন পুরপ্রধান, প্রাক্তন বিধায়ক বীথিকা দেবী বলেন, কোন দলে যাবে, তা চূ়ড়ান্ত হয়নি এখনও। তবে ত্রিপুরার মানুষের হৃদয়ে সন্তোষমোহন দেবের একটা বিশেষ জায়গা রয়েছে৷ ত্রিপুরায় গেলে তা তার কাজে আসবে৷