SportsBreaking News
রাজ্য দাবায় অনূর্ধ্ব ১২ বালিকা বিভাগে চ্যাম্পিয়ন শিলচরের দেবারতি
ওয়েটুবরাক, ২ এপ্রিল : আন্তর্জেলা (রাজ্য) দাবায় অনূর্ধ্ব ১২ বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হল শিলচর বাণীপাড়ার দেবারতি দে। ডনবস্কো স্কুলের দেবারতি এবার ষষ্ঠ শ্রেণীতে উঠবে। তার আগেই আগামী ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কর্ণাটকের মান্ডিয়াতে সারা ভারত এমপিএল অনূর্ধ্ব ১২ বালিকাদের চ্যাম্পিয়নশিপে আসামের প্রতিনিধিত্ব করবে। রাজ্যে দ্বিতীয় হওয়ার সুবাদে তার সঙ্গে থাকবে গৌহাটির আফসিনা আফসা জামান।
গত শুক্রবার গৌহাটির সেমফোর্ড ফিউচারিস্টিক স্কুলে আসাম দাবা সংস্থার আয়োজনে চারদিনের রাজ্য দাবা অনূর্ধ্ব ১২, অনূর্ধ্ব ১৪ এবং অনূর্ধ্ব ১৮ ছেলে এবং মেয়েদের বিভাগের চ্যাম্পিয়নশিপের খেলা শেষ হয়। কাছাড় জেলার মোট ১৯ জন দাবাড়ু এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন। হাড্ডাহাড্ডি লড়াইতে অনেক প্রতিশ্রুতিবান খেলোয়াড়ই পঞ্চম থেকে দশম স্থানে আটকে গেলেও ছয় রাউন্ডে ৫.৫ পয়েন্ট পেয়ে বাজিমাত করে দেবারতি। দেবারতির কাছে শেষ রাউন্ডে হেরে গিয়ে ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করে আফসিনা আফসা জামান।
বাণীপাড়ার বাসবজি দে এবং সুজাতা দের কন্যা দেবরতির ফিডে রেটিং এখন ১১১২। অনূর্ধ্ব ১২ বিভাগেই কাছাড়ের সদ্য রেটিং প্রাপক খেলোয়াড় অমৃতাস্মী বর্মন (১১৮৩) পঞ্চম স্থান অধিকার করে। এ ছাড়াও ওই বিভাগে কাছাড়ের আরো দুই খেলোয়াড় হৃতস্মিতা ভট্টাচার্য এবং মৃন্ময়ী ধরের খেলা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।