Barak UpdatesHappeningsBreaking News
আত্মহত্যা প্রতিরোধে আলোচনা লায়নস-লিওর
১৩ সেপ্টেম্বর: বিশ্বে প্রতিবছর প্রায় ৮ লক্ষ লোক আত্মহত্যা করেন৷ অর্থাৎ ৪০ সেকেন্ডে একজন। এই পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ আঁতকে ওঠার মত তথ্য৷
তাই গত ১০ সেপ্টেম্বর, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ‘লিও ক্লাব অফ শিলচর গ্রেটার’ আত্মহত্যা প্রতিরোধের ওপর একটি সচেতনতামূলক টক শো-র আয়োজন করে৷ ফেসবুক লাইভ এর মাধ্যমে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গুরুত্বপূর্ণ এই আলোচনা হয়৷ প্রধান বক্তা ছিলেন শিলচর মেডিক্যাল কলেজের বিশিষ্ট স্নায়ুরোগ চিকিৎসক ডা. সুমন বৈদ্য। তিনি জীবনের হতাশা, জেদ, মানসিক অবসাদ ইত্যাদির উপর আলোকপাত করেন এবং মাদকাসক্তির কথাও উল্লেখ করেন। আত্মহত্যা প্রতিরোধের ক্ষেত্রে কাউন্সেলিং, মানসিক দৃঢ়তা বৃদ্ধি, পারিবারিক দায়িত্ব ইত্যাদি বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
লায়ন্স এবং লিওর বিশিষ্টজন সহ আরও অনেকে ডা. বৈদ্যের মতামত, পরামর্শ শোনেন এবং এতে উপকৃত হয়েছেন বলে মন্তব্য করেন।ধন্যবাদ জানান প্রকল্প চেয়ারম্যান লিও শতরূপা চৌধুরী ও লিও স্বরূপজ্যোতি পালকে। সেশনটির সঞ্চালিকা ছিলেন লিও পর্নশ্রী দাস এবং প্রযুক্তিগত দায়িত্বে ছিলেন লিও শুভজিৎ দাস৷