Barak UpdatesHappeningsCultureBreaking News
আজ শিলচরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মেঘাওয়াল
ওয়েটুবরাক, ২ সেপ্টেম্বর : কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল শুক্রবার শিলচরে আসছেন। শিলচরে তিনি বরাক, কুশিয়ারা এবং সুরমা উপত্যকার আদি ইতিহাস সংবলিত ১৪১টি ম্যানুস্ক্রিপ্ট নিয়ে একটি ক্যাটালগ বইয়ের আবরণ উন্মোচন করবেন। বইটির প্রকাশক মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ (মাকাইজ)৷ এটি সম্পাদনা করেছেন ড. অমলেন্দু ভট্টাচার্য৷ রাজীব ভবনে আয়োজিত একই অনুষ্ঠানে আরও দুটি গ্রন্থের উন্মোচন হবে৷ সেগুলি হলো জার্নালিজম অব বরাক ভ্যালি ইন সাউথ আসাম (সম্পাদক জ্যোতিলাল চৌধুরী) এবং ট্রানজিশনাল অ্যাসপেক্টস অব ইন্ডিজেনাস পিপল : নর্থ ইস্ট ইন্ডিয়া (লেখক দীপান্বিতা চক্রবর্তী ও ড. রীতা দাস নায়েক) ৷
অনুষ্ঠানটি অবশ্য শুরু হবে সকাল সাড়ে দশটায়৷ শুরুতে আসাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে একটি জাতীয় পর্যায়ের আলোচনা চক্র৷ তাতে স্বাগত ভাষণ দেবেন মাকাইজ-এর চেয়ারম্যান ড. সুজিৎ কুমার ঘোষ৷ বিকাল সাড়ে চারটায় সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী মেঘাওয়ালের সঙ্গে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ এবং ড. অমলেন্দু ভট্টাচার্য৷
মন্ত্রী অবশ্য পরে আরও কয়েকটি স্থানীয় কর্মসূচিতেও যোগ দেবেন। এই দিনই রাত সোয়া দশটায় তাঁর শিলচর থেকে ট্রেনে করে চলে যাবার কথা রয়েছে।