Barak UpdatesHappeningsBreaking News

 অ্যাপ ‘ভোট-জি’ চালু করল কাছাড় জেলা প্রশাসন, রয়েছে নগদ পুরস্কারও
DC Cachar launches Mobile app Vote-Ji in Cachar

ওয়েটুবরাক, ১৯ মার্চ: আজকের তরুণ প্রজন্ম মোবাইলে ভীষণভাবে সড়গড়। তারা পটু পাব-জির মত অনলাইন গেম খেলতেও। তাই নতুন ভোটার ও তরুণদের ভোট দেবার জন্য উৎসাহ দিতে আজ শুক্রবার গেম অ্যাপ ‘ভোট-জি’ চালু করল কাছাড় জেলা প্রশাসন। এদিন জেলাশাসক কীর্তি জল্লি নিজের অফিসের কনফারেন্স হলে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেলাশাসক বলেন, আজকের তরুণ-তরুণীরা সব সময় মোবাইল ঘাঁটাঘাঁটি করেন। পাব-জির মত গেম খেলতেও ভালবাসেন। কিন্তু তারা ভোট দেবার বিষয়ে তেমন উৎসাহ দেখান না। ভোটের দিনটিকে ভাবেন এক সাধারণ ছুটির দিন। তাই বিশেষ করে নতুন ভোটার সহ যুবাদের মধ্যে ভোট দেওয়ার জন্য আগ্রহ বাড়াতে এই নতুন গেম-অ্যাপটি বানানো হয়েছে। এতে ভোট সম্বন্ধীয় বিভিন্ন তথ্য আছে।আছে কুইজও। শুদ্ধ উত্তর দিয়ে গেম-পয়েন্টও অর্জন করা যাবে। প্রথম যে দশজন বেশি পয়েন্ট অর্জন করবেন তাদের ভোটের পর সংবর্ধনা জানাবে জেলা প্রশাসন। দেওয়া হবে নগদ অর্থ পুরস্কারও।

কীর্তি জল্লি আরও জানান, গেমটি স্থানীয় ভাবে বানানো হয়েছে। জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর কথা মাথায় রেখে তাদের পরম্পরা গত পোশাক অনুযায়ী ‘অবতার’ বানানো হয়েছে। এই অবতারগুলো জেলার নির্বাচনী ম্যাসকট ‘মিষ্টি’ই। তবে মিষ্টির ছেলে-রূপ ‘মিষ্টু’ও আছে অবতার হিসেবে।

সহকারী কমিশনার বিভর আগরওয়াল বলেন, ভোট-জি গেমটা গুগল প্ল্যাস্টোর বা অ্যাপল স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। তিনি একজন নতুন ভোটারকে সঙ্গে নিয়ে গেমটি প্রজেক্টারে চালিয়ে দেখান। তাঁর কথায়, ভোট বিষয়টিকে যুবাদের কাছে আকর্ষণীয় করার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিজের পোলিং বুথে সেলফি উঠেও এই অ্যাপে দেওয়া যাবে। আছে অন্যান্য ভোট সম্বন্ধীয় বিষয়ও।

এদিন জেলাশাসকের সঙ্গে উপস্থিত নতুন ভোটাররা শপথ বাক্যও পাঠ করেন। কথাপ্রসঙ্গে জেলাশাসক তথ্য দেন, কাছাড়ে এবার প্রথম ভোট দেবে ৩৫,৮৯৪ জন। এর মধ্যে প্রায় ১৮০০০ ছেলে ও বাকি ১৭,৮৯৪ জন মেয়ে। পোস্টাল ব্যালটের জন্য বিশেষ ক্যাটাগরির ৫০০০ জন আবেদন করেছেন। আবেদনগুলো খতিয়ে দেখার জন্য ৮০টি টিম বানানো হয়েছে। ৪২০০ জন ‘সার্ভিস ভোটার’দের জন্যও পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হবে।

March 19: With the vision to attract people, particularly youths and students, to the upcoming assembly election and encourage them to exercise their franchise in the electoral process, the Cachar district administration launched an application “Vote-Ji” on Friday. It is a voter-based app under SVEEP (Systematic Voters Education and Electoral Participation) campaign of Cachar district for the ongoing Assam Assembly Election, 2021.

The programme was held in this connection at Cachar Deputy Commissioner’s office in Silchar on Friday. The app was officially launched in presence of Deputy Commissioner Keerthi Jalli IAS and Assistant Commissioner Vibhor Aggarwal IAS.

No description available.Sharing her reaction, Jalli said “Youth of the era always use mobile phones, but do not show interest to vote in elections. The main objective of launching the app is to encourage the youths for exercising their franchise in the ensuing assembly election”. She said, “The app has various details related to this year’s election. Besides, people can take part in quiz contests, participate in events, access election related materials and earn game points. The top leaders of the app will be felicitated by the district administration after the election” she added.

About the election, the DC said, “The number of fresh voters in Cachar this year is 35,894 out of which 18,000 are male and 17,894 are female. 5000 persons have applied for postal ballots. 80 teams have been formed to verify the applications. Postal ballots will be arranged for 4200 service voters, she quipped. Assistant Commissioner Vibhor Aggarwal said the app can be installed from Google Play Store or Apple Store. The app will be helpful in encouraging young people towards election, he added.

It is pertinent to mention here that the app is aimed at voter awareness and information dissemination while making the interface interesting and fun at the same time. The app is based on point-based gamification system, where on completing various tasks like quiz, attending election related events, visiting polling booths and uploading selfie etc. the user will receive points. Those users with highest points will receive felicitation and cash prizes by District Administration, Cachar.

Normally, the information available online for voters while in abundant amount is often unappealing to young voters. Hence, the idea was to ensure that voters have basic information necessary to become a more informed voter, while at the same time access it through an interesting interface. The app has mascot of the Cachar District Administration’s SVEEP campaign, “MISHTI” as the guide for the users. The look of the loading screen itself shows MISHTI going on an adventure and subsequently MISHTI gives the introduction of the app.

The voters can also choose avatars for their profile which shows MISHTI and her male counterpart, “MISHTI” in different local attires celebrating the diversity of Cachar district that includes Manipuri, Bengali, Assamese etc. After registration of the user, the home screen of the app shows various features which the users can access. These features include, notification of upcoming election related events where the voters can visit, click a selfie and earn rewards. Features also include, links to District Administration’s SVEEP social media pages, YouTube links, a Voter Information Portal, leader board etc.

The app is dynamic in nature which pertains to the new events and features constantly being added to the app. Any new activity of District Administration in 2021 Assam Assembly Elections will be updated in the app. Voters can go to google play store and search for “Vote-Ji” or directly go to the following link: https://play.google.com/store/apps/details?id=com.coolpritam.eci.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker