Barak UpdatesHappeningsBreaking News
অসম-মিজোরাম সীমা বিবাদ, অর্থনৈতিক অবরোধ, বোমায় জখম কাছাড়ের যুবক
১৭ অক্টোবর: অসম-মিজোরাম সীমাবিবাদ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে৷ শনিবার সকাল থেকে কাছাড় জেলার লায়লাপুরে শুরু হয়েছে মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ৷ তাতে শত শত লরি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে৷ রাতে আন্দোলনকারীদের উপর হামলা চালায় একদল মিজো দুষ্কৃতী৷ তাদের ছোঁড়া বোমায় কাছাড়ের এক যুবক জখম হয়েছেন৷ তারা মিজোরাম সীমান্তঘেষা কাছাড়ের তিনটি দোকান পুড়িয়ে দেয়৷ এসপি বানোয়ারলাল মিনা সারাদিন লায়লাপুরেই উপস্থিত ছিলেন৷ রাতের ঘটনার প্রেক্ষিতে ডিআইজি দিলীপকুমার দে জানান, তিনি মিজোরামের ডিআইজি-র সঙ্গে কথা বলেছেন৷ সীমান্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷
করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানা এলাকার ছোট ভুবিরবন্দে তিন কিলোমিটার ভেতরে ঢুকে জুমচাষ করছিলেন মিজোরামের কিছু কৃষক৷ খবর পেয়ে গত সপ্তাহে করিমগঞ্জের জেলাশাসক পুলিশ সুপার ও ডিএফও অঞ্চলটি পরিদর্শন করেন৷ তাঁরা অসমের ভেতরে ঢুকে জুমচাষ চলবে না কড়া সুরে জানিয়ে আসেন৷ পরদিন ওই জায়গায় ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের ক্যাম্প বসায় মিজোরাম সরকার৷ এ নিয়ে গত ১৪ অক্টোবর মিজোরামের কানমুনে দুই রাজ্যের সংশ্লিষ্ট জেলাশাসক, ডিআইজি, পুলিশ সুপাররা বৈঠকে বসলেও সমাধান বেরোয়নি৷ উভয় পক্ষ ওই অঞ্চল নিজেদের বলে দাবি করে৷ এর পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন অসমের সীমা সংলগ্ন বাসিন্দারা৷ মিজোরামের বিরুদ্ধে ডাক দেন অর্থনৈতিক অবরোধের৷