Barak UpdatesBreaking News

মিজোরামের বৃষ্টিতে লঙ্গাই, সিংলায় জলস্ফীতি, বন্যা পাথারকান্দিতে
Flood alert issued in Karimganj after water starts rising in Singla & Langai

২৪ মে : লঙ্গাই নদীতে প্রবল জলস্ফীতি দেখা দেওয়ায় পাথারকান্দি এলাকায় বন্যা দেখা দিয়েছে। গত দু’দিনে মিজোরাম প্রচন্ড বৃষ্টিপাত হওয়ায় শুক্রবার সকাল থেকেই ফুলে-ফেঁপে উঠেছে লঙ্গাই নদী। এ দিন দুপুরে জল বিপদসীমা অতিক্রম করেছে। এখানে নদীর বিপদসূচক চিহ্ন ২২ মিটার। রাতে পাওয়া খবরে জানা গেছে, এখানে প্রায় দেড় মিটার উপর দিয়ে জল বইছে।

এদিন দুপুরে হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় পাথারকান্দি এলাকার প্রায় ৪০টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে বৈঠাখাল, ডেঙ্গারবন্দ,, সোনাখিরা, ইছাবিল, বাজারিছড়া, কটামণি, সলগই, হাতিখিরা, তিনখাল ইত্যাদি এলাকা। এগুলোতে বহু মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন।

কাছারিগ্রাম এলাকায় একটি ইএনডি বাঁধ ভেঙ্গে জল ঢুকছে। ফলে অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয়স্থলে গিয়ে হাজির হয়েছেন। অন্যদিকে মিজোরাম থেকে নেমে আসা প্রচন্ড জলস্ফীতিতে সিংলা নদীও বিপদসীমা অতিক্রম করেছে।

জলসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, সিংলা নদীতে প্রায় আড়াই মিটার উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হচ্ছে। দুটো নদীতে বর্তমানে জল বাড়ছে বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker