Barak UpdatesHappeningsBreaking News
সমাজের হিতে কাজ করেই অপরাধী : দীপায়ন
১১ মার্চ : বৃহস্পতিবারই কাছাড় জেলার সাতটি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থীরা। দলের কর্মী ও সমর্থকদের নিয়ে মিছিল করে বিব্জেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেন। শিলচর জেলাশাসকের কার্যালয়ে শিলচর, উধারবন্দ, ধলাই ইত্যাদি যে কয়টি আসনের জন্য মনোনয়ন দাখিল হয়েছে, সবক’টিতেই প্রার্থীদের সঙ্গে ছিলেন সাংসদ রাজদীপ রায়। ছিলেন দলের অন্য বরিষ্ঠ কর্মকর্তারাও।
সাংসদকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেওয়ার পর শিলচর আসনের প্রার্থী দীপায়ন চক্রবর্তী বার বারই কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন। তাঁর কথায়, বিজেপি প্রার্থীদের জন্য অন্য কোনও দলের প্রার্থী ফ্যাক্টর নন। কারণ মানুষ এ বার কাজের নিরিখেই ভোট দেবেন। জনগণ বিজেপিকে জেতানোর জন্য তৈরি হয়েই রয়েছেন বলে তিনি মত ব্যক্ত করেন।
দীপায়ন বলেন, ভোটে জিতলে তাঁর লক্ষ্য থাকবে শিলচরের ট্রাফিক সমস্যা, নিকাশী ব্যবস্থা, পানীয় জল ইত্যাদি বিষয়ের ওপর। শহর শিলচরকে আরও বর্ধিত করে পুর নিগমের রূপ দেওয়া যায় কিনা, সে বিষয়টিও তাঁর চিন্তাধারার মধ্যে রয়েছে। নিজের বিরুদ্ধে উত্থাপিত মামলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কেউ খুন বা ডাকাতি করে অপরাধী সাজে। আবার কাউকে সমাজের সবার হিতার্থে কাজ করে অপরাধী সাজতে হয়। তাঁর ক্ষেত্রেও এমনই হয়েছে।