India & World UpdatesHappeningsBreaking News
অর্পিতার বেলঘরিয়া ফ্ল্যাট থেকেও ২০ কোটি বাজেয়াপ্ত, মেশিনে চলছে টাকা গোণা
২৭ জুলাই : দু’দিন যেতে না যেতেই আবারও বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল অর্পিতার ফ্ল্যাট থেকে। এ বার ইডির আধিকারিকরা হানা দিয়েছিলেন বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাটে। এখন পর্যন্ত ২০ কোটি টাকা গোণা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সঙ্গে ৩ কেজি সোনার বার, বিদেশি মুদ্রা, রুপোর কয়েন, জমির দলিল বাজেয়াপ্ত করেছে ইডি। তবে এখনও মেশিন দিয়ে টাকা গোণা চলছে বলে জানা গেছে।
এসএসসি দুর্নীতিতে গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে এর আগেই ২১ কোটি ৮০ লক্ষ নগদ টাকা বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এরপর অর্পিতার আরও নতুন ফ্ল্যাটের সন্ধান পায় ইডি। সঙ্গে সঙ্গে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আধিকারিকদের খবর দেওয়া হয়। এক মিনিটে চার হাজারটি নোট গুনতে পারার ক্ষমতাসম্পন্ন চারটি মেশিন নিয়ে রথতলার ফ্ল্যাটে পৌঁছন আধিকারিকরা। সেখানে তল্লাশি চালিয়ে ২ হাজার এবং ৫০০ টাকার নোট মিলিয়ে আনুমানিক নগদ ২০ কোটি টাকা পাওয়া গিয়েছে।
এ দিকে, আজ সকাল থেকে অর্পিতা’র পৈতৃক বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশি চালান। যদিও সেখানে কিছু পাওয়া যায়নি বলেই খবর। তবে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের বিষয়ে নাকি কিছুই জানতেন না অর্পিতার মা। কার্যত মেয়ের কেলেঙ্কারি দেখে অবাক হয়ে যাচ্ছেন তিনি। জানিয়েছেন, আমি কিছুই জানতাম না। যা দেখছি খবরে। তবে কিছুটা আক্ষেপও শোনা যায় অর্পিতার মায়ের মুখে। বলেন, আমার খুব খারাপই লাগছে। বাবা-মা হয়েছি ভুগতেই হবে। তবে আমার মেয়ে বা যেই হোক অন্যায় করে থাকলে সাজা পাবে।