Barak UpdatesHappeningsBreaking News
রংপুরে গাড়ি আটকে বিদ্যুৎ কর্মীদের মারধর, আক্রমণকারীদের খুঁজছে পুলিশ
২১ জুন : বিদ্যুৎ বিভাগের গাড়ি আটকে কর্তব্যরত কর্মীর ওপর হামলা চালাল একদল দুষ্কৃতী। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করে। রবিবার সন্ধ্যারাতে রংপুর করাতিগ্রামের মহামায়া স্কুলের সামনে ঘটেছে ঘটনাটি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, এ দিন রংপুর করাতিগ্রাম মহামায়া স্কুলের কাছে বিদ্যুতের নতুন সংযোগ দিতে যান তিন বিদ্যুতকর্মী। এঁরা হলেন, সুরেন্দ্র চন্দ্র দাস, লক্ষণ পাসোয়ান ও আনোয়ার হক বড়ভূইয়া। কাজ সেরে ফেরার পথে এলাকার এক যুবক বিদ্যুৎ কর্মীদের গাড়ি করে সদরঘাট যেতে চায়। কিন্তু গাড়িতে বসার জায়গার অভাবে ওই যুবককে নেওয়া সম্ভব নয় জানাতেই সে সঙ্গীদের ডেকে এনে তাঁদের ওপর চড়াও হয়। এমনকি তাঁদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। উন্মত্ত যুবকরা গাড়িতেও হামলা চালায়। প্রাণে বাঁচতে বিদ্যুতকর্মীরা একটি দোকানে ঢুকে পড়েন। সেখান থেকে পুলিশকে ফোন করে পুরো বিষয়টি জানান।
পুলিশ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করে। তবে দুষ্কৃতীরা এর আগেই পালিয়ে যায়। তবে এখনও ওই যুবকরা পুলিশের জালে পড়েনি। জানা গেছে, পুলিশ হন্যে হয়ে তাঁদের খুঁজছে। প্রসঙ্গত, এই রাস্তায় কয়েকটি অন্ধকার স্থানে সড়কের পাশে অটোরিক্সা বা অন্য গাড়ি পার্ক করে প্রায় প্রতিদিনই মদের আসর বসে। এর আগেও মদ নিয়ে এই রাস্তায় একাধিক ঘটনা ঘটেছে। খুব কাছাকাছি রংপুর পুলিশ পেট্রোল পোস্ট থাকলেও মদের এই রমরমা বন্ধ হয়নি।