NE UpdatesHappeningsBreaking News

শিলচরে মণিপুরিদের মিছিল, মোদিকে স্মারকলিপি

ওয়েটুবরাক, ২৫ মে : মণিপুরের বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন বরাক উপত্যকায় বসবাসকারী মণিপুরি এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরিরা৷ শুক্রবার তারা শিলচরে মিছিল করে ৷ উভয় জনগোষ্ঠীর ছাত্র-যুব-মহিলারা ইটখলা থেকে বেরিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে এসে জেলাশাসকের অফিসের সামনে জমায়েত হন৷ মিছিলের আহ্বায়ক ছিল অল আসাম মণিপুরি ইয়ুথস অ্যাসোসিয়েশন৷ সঙ্গে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা, অল আসাম মণিপুরি উওমেন মৈরা পাইবি কোঅর্ডিনেশন কমিটি, অল আসাম মণিপুরি স্টুডেন্টস অর্গানাইজেশন সহ বিভিন্ন ক্লাব-অ্যাসোসিয়েশন৷ এরা কাছাড় জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে একটি স্মারকলিপি পাঠায়৷ তাতে তারা মণিপুরের চলমান হিংসার কারণ অনুসন্ধানের জন্য জোরালো আর্জি জানান৷ বলেন, এই সবের পেছনে কার মাথা, তদন্ত করে তা সামনে আনতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে৷ হিংসা দমনে এখনই পদক্ষেপ গ্রহণের জন্য আর্জি জানান৷ মণিপুরের অখণ্ডতা রক্ষায় তাঁরা বিশেষ গুরুত্ব দেন৷ দশ কুকি বিধায়ক হিংসায় ইন্ধন জোগাচ্ছেন বলে অভিযোগ করে তাদের অযোগ্য ঘোষণার দাবি করা হয়৷ কুকি জঙ্গিদের সঙ্গে সংঘর্ষবিরতি প্রত্যাহার, তাদের সঙ্গে আসাম রাইফেলসের সম্পর্কের অভিযোগের তদন্ত, বহিরাগতদের বিতাড়নের জন্য এনআরসি প্রণয়ন ইত্যাদিরও দাবি জানান স্থানীয় মণিপুরি নেতারা৷ ড্রাগসের বিরুদ্ধে এবং বনধ্বংস প্রতিরোধে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সাহসী পদক্ষেপকে বরাক উপত্যকার মণিপুরিরাও সমর্থন জানান৷অন্যদিকে, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গার নানা মন্তব্যের সমালোচনা করেন৷ তাদের আশঙ্কা, প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী সংযত মন্তব্য না করলে ভবিষ্যতে উত্তর-পূর্ব জুড়ে হিংসা ছড়িয়ে পড়তে পারে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker