Barak UpdatesHappeningsBreaking News
আশ্রম রোডে সরস্বতী সেবা সমিতির স্বাস্থ্য শিবিরে সাড়া
ওয়েটুবরাক, ২৮ ফেব্রুয়ারি : রাষ্ট্রীয় সেবিকা সমিতির অখিল ভারতীয় মহিলা হিন্দু সংগঠনের দ্বিতীয় প্রভুক সঞ্চালিকার পুণ্য তিথিকে সামনে রেখে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল সরস্বতী স্মারক সমিতি। রবিবার সেবা সমিতির ব্যবস্থাপনায় শিলচর আশ্রম রোডে আয়োজিত স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।এদিন সকাল থেকেই স্থানীয় লোকজন স্বাস্থ্য পরীক্ষার জন্য ভিড় জমান।স্বাস্থ্য পরীক্ষার পর বিনা খরচে প্রয়োজনীয় ওষুধও তুলে দেওয়া হয়।সমিতির সেবামূলক কার্যে হাত বাড়িয়ে দেন শিলচর মেডিক্যাল কলেজের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। শিবিরে পৃথক ভাবে স্বাস্থ্য পরীক্ষা, রক্ত চাপ পরীক্ষণ, ওষুধ বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়। শিবির পরিচালনায় সহযোগিতার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন সমিতির কার্যকর্তারা।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন প্রান্ত প্রচারিকা অখিল ভারতীয় সহ-সেবাপ্রমুখ সুপর্ণা দে, প্রান্ত সহ কার্যবাহিকা স্নিগ্ধা দাস, সরস্বতী স্মারক সমিতির সম্পাদিকা প্রতিমা চক্রবর্তী, সভানেত্রী অলকা দেব, রমা চক্রবর্তী, মুক্তা চক্রবর্তী,পম্পা নাথ, কল্পিতা নাথ, সুপ্রিয়া কর, মাম্পি দাস,পল্লবিতা শর্মা প্রমুখ।