India & World UpdatesHappeningsBreaking News

পাশের রাজ্যে ধরা পড়লেও ব্যবস্থা নিল না মণিপুর পুলিশ

মাদক দ্রব্য রাখার দায়ে চার পুলিশ কমান্ডো পাশের রাজ্যে ধরা পড়লেও তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি মণিপুর পুলিশ। শুধু জিরিবাম থানা থেকে তাঁদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। তাঁরা এতদিন জিরিবাম থানায় অ্যাটাস্টড ছিলেন। তাতে ক্ষুব্ধ স্থানীয় মাদকবিরোধী সংস্থাগুলি। মণিপুর পুলিশের বক্তব্য, অসমের জিরিঘাট থানায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেখানেই তাদের বিচার হবে। দোষী সাব্যস্ত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কার্তিক দেব নামে অসমের জিরিঘাটের এক বাসিন্দার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মণিপুর পুলিশের চার কমান্ডোকো। কার্তিকবাবুর অভিযোগ, নিজের গাড়ি নিয়ে তিনি শিলচর থেকে বাড়ি ফিরছিলেন। পথে এঁরা আটকে একটি ব্যাগ গাড়িতে তুলে দেন। আপত্তি জানালে তাঁকে মারপিট করা হয়। পরে ব্যাগটি এনে তুলে দেন জিরিঘাটের ওসির হাতে। তাতে লাখ চারেক টাকার নেশার ট্যাবলেট ছিল। মণিপুর পুলিশের গাড়ি আটকে চার কমান্ডোকে গ্রেফতার করা হয়। ধৃতরা রাজীব সিংহ, এস বসন্ত সিংহ, অরুণ সিংহ ও ওয়াই নন্দকুমার সিংহ। পরদিন অবশ্য পিআর বন্ডে ছেড়ে দেওয়া হয় তাঁদের।

Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker