Barak UpdatesHappeningsBreaking News
লকডাউন কবে শেষ? স্পষ্ট বললেন না মুখ্যমন্ত্রীWhen will lockdown end? CM did not reply clearly
৮ এপ্রিলঃ কেউ জানতে চাইছিলেন, লকডাউনের মেয়াদ কি আরও বাড়বে ? কেউ প্রশ্ন করলেন, কবে শেষ হবে লকডাউন? মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল স্পষ্ট করে উত্তর দেননি। শিলচরে সাংবাদিকদের জিজ্ঞাসায় একটিমাত্র বাক্য বললেন, ‘এই ভাইরাসের ভ্যাকসিন যতদিন আবিষ্কার না হচ্ছে, সামাজিক দূরত্ব মেনে চলতেই হবে।’
মুখ্যমন্ত্রী বুধবার করোনা ভাইরাস মোকাবিলায় বরাক উপত্যকার কাজকর্ম, প্রস্তুতি সরেজমিনে দেখতে আসেন। হেলিকপ্টারে করিমগঞ্জ, হাইলাকান্দি সফর সেরে শিলচরেও পদস্থ কর্তাদের সঙ্গে সভা করেন। পরে মিলিত হন সাংবাদিকদের সঙ্গে।
করোনার বিরুদ্ধে জিততে যারা লাগাতার লড়াই করে চলেছেন, সেই সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বলেন, জাতি-ধর্ম-ভাষা-বর্ণ, রাজা-প্রজা বোঝে না এই ভাইরাস। ঐক্যবদ্ধভাবে জাতিধর্মবর্ণ নির্বিশেষে এর বিরুদ্ধে লড়াই করতে পারলেই বেঁচে থাকার জন্য সফলতা আসবে।
Interacted with heads of religious institutions in Silchar. We discussed Govt's efforts to prevent spread of #COVID19 in Assam.
I thanked them for their cooperation during this crisis and urged them to preach the message of social harmony, brotherhood & #SocialDistancing. pic.twitter.com/YLmqTq58Ka
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) April 8, 2020
তাঁর মুখে ‘ভ্যাকসিন যতদিন আবিষ্কার না হচ্ছে’, ‘বেঁচে থাকার জন্য সফলতা’ শব্দবন্ধগুলো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশ্লেষক মহল। আশঙ্কা করা হচ্ছে, লকডাউনের দুই সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও সংগ্রাম কঠিন থেকে কঠিনতর হচ্ছে৷