Barak UpdatesHappeningsAnalyticsFeature Story
প্রস্তাবিত লজিস্টিকস পার্ক কাছাড়েই চাই, লিখেছেন সৌমিত্রশঙ্কর চৌধুরীWe demand the proposed MMLP hub in Silchar, writes Saumitra Shankar Choudhury
এমএমএলপি৷ পুরো নাম মাল্টি মডেল লজিস্টিকস পার্ক৷ কেন্দ্র এই প্রকল্পের জন্য কাছাড় জেলাকে বেছে নিয়েছে৷ প্রস্তাবিত এই প্রকল্প বাস্তবায়ন হলে শুধু কাছাড় জেলা নয়, বরাক উপত্যকা জুড়ে শিল্পায়ন গড়ে উঠবে৷ নতুন প্রজন্মের কাছে জীবিকা নির্বাহের দ্বার খুলে যাবে৷ বরাককে আর পেছনে ফিরে তাকাতে হবে না। শিল্প প্রতিষ্ঠানের হাব হয়ে উঠবে আসামের বরাক৷ বরাকের ভৌগোলিক অবস্থানই এ ক্ষেত্রে আমাদের বড় সম্পদ৷
আলোচনার শুরু এ বছরের ৭ ফেব্রুয়ারি৷ সে দিন গুয়াহাটিতে সভা করেছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কর্মকর্তারা৷ ১১ ফেব্রুয়ারি কাছাড়ের জেলাশাসককে চিঠি পাঠানো হয় এমএমএলপি-র জন্য জায়গা নির্ধারণ করতে । ২৯ ফেব্রুয়ারি স্থানীয় এক পত্রিকার মারফত জেনেছিলাম সম্পূর্ণ তথ্য।
এ কথা বলার অবকাশ রাখে না, একটি প্রান্তিক অঞ্চলে শিল্পায়ন এমনি এমনি গড়ে উঠবে না৷ কারণ শিল্পায়নের জন্য আগে চাই পরিকাঠামো৷ আর সঠিক পরিকাঠামো তৈরির জন্য প্রান্তিক অঞ্চলে একটি বড় সমস্যা হয় ‘পরিবহন খরচ ‘। এই ‘পরিবহন খরচ ‘ লঘু করানোর প্রয়াসই হলো ‘ মাল্টি মডেল লজিস্টিকস পার্কস’-এর মূলকথা৷ অর্থাৎ এই উপত্যকায় বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান যাতে অনায়াসে গড়ে উঠতে পারে তার সমস্ত সুবিধা করে দেবে এই প্রজেক্ট৷
একবার কথা প্রসঙ্গে একজনকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা কেন বরাকে ফ্যাক্টরি খুলছেন না? জবাবে বললেন, বরাকে ফ্যাক্টরি খুলতে যা পরিবহন খরচ পড়বে, তাতে উৎপাদন খরচ অনেকগুণ বেড়ে যাবে৷ এমএমএলপি বাস্তবায়ন হলে এই খরচ কমে যাবে৷ তখন বড় বড় শিল্পমালিকদের আহবান জানালে তারা বরাকে শিল্প প্রতিষ্ঠান গড়বেন৷ তাদের বাড়তি সুবিধে, বাংলাদেশ, মায়ান্মার প্রভৃতি দেশের সঙ্গেও সহজে ব্যবসা করবেন। তাতে শিলচর সহ সম্পূর্ণ বরাক প্রাণ পাবে, ঘরে ঘরে ছেলেমেয়েরা কাজ পাবে৷ কাজের জন্য আর হন্যে হয়ে বরাকের বাইরে, রাজ্যের বাইরে ছুটতে হবে না৷ তাই সব রাজনৈতিক দল, সব সংস্থাকে এ ব্যাপারে হাত বাড়িয়ে দিতে হবে, প্রয়োজনে আওয়াজ তুলতে হবে চল্লিশ লক্ষ বরাকবাসীর স্বার্থে এই প্রকল্প কাছাড়েই চাই৷ এর বাস্তবায়ন করতেই হবে৷
আরও দুটো বিষয়ে অনুরোধ, ১) অতি সত্বর কার্ডিওলজিস্ট রাকেশ পি গোপালের আসা সংক্রান্ত ফাইলে অনুমোদন ২) শিলচর মেডিকেল কলেজকে এইমস-এর আদলে উন্নীত করতে শিলচর মেডিক্যাল কলেজ থেকে যে ডিটেলড প্রজেক্ট রিপোর্ট গুয়াহাটিতে পাঠানো হয়েছিল তার শীঘ্র বাস্তবায়নে সবাই উদ্যোগী হোন৷