Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় কলেজের ছাত্র আন্দোলনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, বলল এবিভিপিWe are not related with students agitation in Cachar College, clarifies ABVP
ওয়েটুবরাক, ২৩ আগস্ট : কাছাড় কলেজে মঙ্গলবার গেট লাগিয়ে দিয়ে যে সব ছাত্রছাত্রী জেলাশাসকের ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছে, তাদের সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র কোনও সম্পর্ক নেই৷ এবিভিপির পক্ষ থেকে সংবাদমাধ্যমকে একথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে৷ তাদের কথায়, এই আন্দোলনে এবিভিপির কোনও কর্মকর্তা অংশ নেননি৷ কেউ যদি নিজেকে দায়িত্বশীল কর্মকর্তা মনে করেন, তবে তাঁদের এই আন্দোলনে অংশ নেওয়া উচিত নয় বলেই লিখিত মন্তব্য করা হয়েছে৷
এবিভিপির এমন মন্তব্যের পরই এই ইস্যুতে ছাত্রসমাজ যে বিভাজিত হয়ে পড়েছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে৷ বর্তমানে আন্দোলনের পেছনে কারা রয়েছেন, এ নিয়েই এখন শহর জুড়ে নানা চর্চা৷
ছাত্ররা অবশ্য আন্দোলন চলাকালে হুমকির সুরে জানিয়ে দিয়েছে, কলেজের দর্শনশাস্ত্রের বিভাগীয় প্রধান স্বদেশরঞ্জন দাসকে থাপ্পড় মারা, কান ধরিয়ে উঠবস করানোর জন্য জেলাশাসক রোহন কুমার ঝাকে কলেজে গিয়ে ক্ষমা চাইতে হবে৷ নইলে ২৮ আগস্ট তৃতীয় শ্রেণির চাকরির পরীক্ষা কাছাড় কলেজে হতে দেওয়া হবে না৷ তারা সেদিন কাউকে গেট খুলতে দেবেন না বলেও ছাত্রনেতারা হুঁশিয়ারি দেন৷
এর পরই এই আন্দোলনের সঙ্গে এবিভিপির যুক্ত না থাকার ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷
Also Read: শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের বিচার চেয়ে কাছাড় কলেজে ছাত্র ধর্মঘট