Barak UpdatesHappeningsBreaking News

দক্ষিণ কৃষ্ণপুরে আগুন, ছারখার ওয়ার্কশপ, গাড়ি, ঘর
Fire at Dakhhin Krishnapur; workshop, vehicle & house burnt

ওয়েটুবরাক, ১৬ মার্চ: ২০ মিনিটের আগুনে ছারখার হয়ে গেল দক্ষিণ কৃষ্ণপুরের একটি ওয়ার্কশপ, পেট্রলবোঝাই একটি ট্যাঙ্কার এবং ওয়ার্কশপের পাশের ঘর৷ ঘটনা দক্ষিণ কৃষ্ণপুরে, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ৷ সেখানকার একটি ওয়ার্কশপে পেট্রলবোঝাই দুটি ট্যাঙ্কারে মেরামতির কাজ চলছিল৷ আচমকা ওয়ার্কশপে আগুন জ্বলতে দেখা যায়৷ দাউদাউ করে জ্বলে ওঠে পেট্রলবোঝাই একটি ট্যাঙ্কার৷

Rananuj

দ্রুত অন্য ট্যাঙ্কারটিকে সেখান থেকে বের করে আনা হয়৷ আগুন নেভাতে হাত লাগান স্থানীয় জনতা৷ ছুটে যান দমকলকর্মীরা৷ ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা৷ কিন্তু গাড়িভর্তি পেট্রল পাওয়ায় আগুন মুহূর্তে ওয়ার্কশপটিকে নিঃশেষ করে দেয়৷ পুড়ে ছাই এর পাশে থাকা দিলারা বেগম মজুমদারের একটি ঘরও৷ আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker