Barak UpdatesHappeningsBreaking News
আরকাটিপুর বাগান এলাকায় ত্রাণ পৌছেনি, ক্ষোভ ইয়াসির
No relief disbursed in Arcuttipore tea garden area, YASE airs grievance

১৬ এপ্রিল : উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আরকাটিপুর বাগানে এই লকডাউনের মধ্যে ত্রাণসামগ্রী পাননি বলে অভিযোগ আনলেন স্থানীয় বাসিন্দারা। উধারবন্দ ইয়াসি কমিটির সভাপতি রজত রায় বাগানের বঞ্চিতদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে কাছাড়ের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ইয়াসির এই কর্মকর্তা বলেন, বাগান শ্রমিকদের মুখে এই বঞ্চনার কথা শুনলে অবাক হতে হয়। প্রধানমন্ত্রী গরিব মানুষের জন্য সাহায্যের আশ্বাস দিলেও এখানে কার্যত মানুষ তা পাননি। তিনি বলেন, সরকার আগেই জানিয়েছিল, যাঁদের রেশনকার্ড নেই তাদেরও বিনামূল্যে চাল বিতরণ করা হবে। সঙ্গে ১ হাজার টাকা করে দেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু এই এলাকার মানুষ কিছুই পাননি।