India & World UpdatesBreaking News

২১ থেকে কী কী ছাড়, ঘোষণা করল কেন্দ্র
Centre releases revised lockdown guidelines

১৫ এপ্রিলঃ করোনা-সংক্রমণ ঠেকাতে জারি লক ডাউনে আগামী ২১ এপ্রিল থেকে কী কী ছাড় মিলবে, নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার সকালে ওই নির্দেশিকায় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, দেশ জুড়ে বন্ধ থাকবে বাস-ট্রেন-বিমান পরিষেবা। কেবলমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও ওই গাইডলাইন বা নির্দেশিকায় জানানো হয়েছে, বন্ধ রাখা হবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের মতো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে, ‘জনগণের কষ্ট লাঘব করতে’ আগামী ২০ এপ্রিলের পর ছাড় দেওয়া হবে কৃষি ক্ষেত্র, তথ্যপ্রযুক্তি, ই-কমার্স এবং আন্তঃরাজ্য পরিবহণ ব্যবস্থায়।

এ দিনের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, ‘‘গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে ওই সব এলাকায় যে সমস্ত কলকারখানা রয়েছে বা সেখানকার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, সড়ক নির্মাণ, কৃষিকাজের প্রকল্প, নির্মাণ ও শিল্প প্রকল্প, এমএনআরইজিএ-এর আওতায় কাজ, জল সংরক্ষণের কাজ এবং সাধারণ পরিষেবা দেওয়ার কেন্দ্র খোলা রাখা হবে।’’ তবে করোনা-সংক্রমণ ঠেকাতে সবর্ত্র যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়, সে দিকেও নজর রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, লকডাউনের সময় এ সব ক্ষেত্রে ছাড়ের ফলে গ্রামীণ অর্থনীতিতে বিশেষত ভিন্‌ রাজ্যের শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে৷

স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, আগামী ২০ এপ্রিল থেকে ছাড় মিলবে আন্তঃরাজ্যে পণ্য পরিবহণকারী ট্রাকের যাতায়াতের ক্ষেত্রেও। অপরিহার্য এবং তুলনামূলক ভাবে কম প্রয়োজনীয়— এই দুই ধরনের পণ্য পরিবহণে ওই ছাড় দেওয়া হবে। ওই পণ্যসামগ্রী নিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রাকগুলি যাতায়াতের সময় তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যাতে তা সারাই করে নেওয়া যায় সে দিকেও নজর রাখা হয়েছে। ফলে ট্রাক সারানোর দোকানগুলিও খুলছে আগামী সোমবার, ২০ এপ্রিল থেকে। সেই সঙ্গে ওই দিন থেকে রাস্তার ধারের ধাবাগুলিও খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker