Barak UpdatesHappeningsBreaking News

বিয়েবাড়ির অবৈধ পার্কিং ও বাজি ফাটানোর প্রতিবাদ করায় শারীরিক নিগ্রহ সাংবাদিককে, মাঠে পুলিশ
Voice of protest against illegal parking & bursting of crackers led to physical assault of journalist, police reaches banquet hall

২৩ নভেম্বর : সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করে বাজি-পটকা ফাটানোর প্রতিবাদ করায় শারীরিক নিগ্রহের শিকার হলেন এক সাংবাদিক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলচর শহরের সার্কিট হাউস রোডে। এ নিয়ে জখম সাংবাদিক দিলু দাসের পক্ষ থেকে শিলচর সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

এজাহারে দিলু দাস উল্লেখ করেন, এ দিন রাতে শিলচর বিপিন পাল সভাস্থলে বরাক বঙ্গের বইমেলা কভার করতে যান তিনি। সেখানে বইমেলা চত্বরের বিপরীতে থাকা আশীর্বাদ বিবাহ ভবনে তখন একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই বিয়েবাড়ির লোকজন রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে বাজি-পটকা ফাটাতে শুরু করলে দিলু ও তাঁর সঙ্গীরা এর প্রতিবাদ করেন। তিনি বিষয়টি দেবদূত পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশের নজরেও নেন। পুলিশ সেসময় বিয়েবাড়ির লোকজনদের গাড়ি মাঝ রাস্তা থেকে সরিয়ে রাখার কথা বললে তারা পুলিশের সঙ্গেও দুর্ব্যবহার করে বলে অভিযোগ।

এজাহারে দিলু দাস বলেছেন, তিনি পুরো ঘটনা ক্যামেরাবন্দি করার চেষ্টা করলে বিয়েবাড়ির লোকজন তাঁকে ঠেলাধাক্কা ও অশ্লীল গালিগালাজ করে। এমনকি তাঁর হাতের ক্যামেরা পর্যন্ত তারা ছিনিয়ে নেয়। এজাহার অনুযায়ী, ওই যুবকেরা দিলুর পকেটে থাকা ১২৭০ টাকা ও গলার সোনার চেনটিও ছিনিয়ে নিয়েছে। সাংবাদিক পরিচয় দেওয়ার পর গালিগালাজ করে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেয় বলে এজাহারে উল্লেখ করেন তিনি। পরে অবশ্য দিলু মাটি থেকে তাঁর মোবাইলটি কুড়িয়ে পেয়েছেন।

এ দিকে, রাতে দিলু দাসের পক্ষ থেকে শিলচর সদর থানায় এজাহার দায়ের করার পর পুলিশ নড়েচড়ে বসে। এজাহারকারীর জমা দেওয়া ভিডিও ফুটেজের ভিত্তিতে পুলিশ রাতেই অভিযানে নামে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ অভিযুক্তের খোঁজে রাতে বিয়েবাড়িতে হানা দিয়েছে। তবে এ খবর লেখা পর্যন্ত কাউকে আটক করার খবর নেই।

প্রসঙ্গত, বিবাহ ভবনগুলোতে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রধান রাস্তায় বাজি-পটকা ফাটানোর রেওয়াজ শিলচর শহরে বেশ কিছুদিক ধরেই চলছে। এতে প্রায় সময়ই মারাত্মক অসুবিধার মুখে পড়েন পথচারীরা। তাছাড়া বিয়েবাড়ির পার্কিং রাস্তার উপরে থাকায় যান চলাচলেও অসুবিধার সৃষ্টি হয়। এর প্রতিবাদ করতে গিয়েই হেনস্থার শিকার হতে হল এক সাংবাদিককে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker