Barak UpdatesHappeningsBreaking News

বিদ্যাসাগরের ২০০: কাছাড়ে সাইকেল মিছিল
Vidyasagar 200: Cycle Rally in Cachar

৭ মার্চ: ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষ উদযাপন উপলক্ষে শনিবার কাটিগড়া, উধারবন্দ, ফুলেরতল, সোনাই, ধোয়ারবন্দ, ভাগাবাজার থেকে ট্যাবলো সহযোগে দুই শতাধিক সাইকেল র‌্যালি শিলচরে এসে বেলা সাড়ে বারোটা নাগাদ প্রবেশ করে ।

Rananuj

ফুলেরতল থেকে সাইকেল র‌্যালি সূচনা করেন বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের লক্ষীপুর আঞ্চলিক কমিটির সভাপতি জগবন্ধু দাস , সম্পাদক কার্তিক রায়, ভাষা শহিদ মিনার সমিতির সভাপতি শিল্পজিৎ পাল, সম্পাদক অসীম রায়, সহ-সভাপতি কণিকা ভট্টাচার্য, গৌতম রুদ্রপাল ও সরগম ক্লাবের পক্ষে সিয়ারাম যাদব । কাটিগড়ায় সূচনা করেন বিশিষ্ট সমাজকর্মী সিরাজুল আলি বড়ভুঁইয়া, সিরাজ উদ্দিন ও জনতা হাইস্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক- শিক্ষিকাগণ। উধারবন্দে সূচনা করেন জগন্নাথ সিং কলেজের অধ্যাপক শ্যাম মামুদ বড়ভুঁইয়া।

ভাগা বাজারে সূচনা করেন বাম বিদ্যাপিঠ স্কুলের প্রধান শিক্ষক শামসুল হক । ধোয়ারবন্দ বাজারে সূচনা করেন বিশিষ্ট সমাজকর্মী মাধব ঘোষ । সাইকেল আরোহীরা শিলচরে প্রবেশ করে শহর পরিক্রমা সেরে বিপিনচন্দ্র সভাস্থলে উপস্থিত হয় । সেখানে উপস্থিত সাইকেল আরোহীদের শংসাপত্র দেওয়া হয়েছে।

বিপিন চন্দ্র সভাস্থলে শংসাপত্র দেওয়ার পূর্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সম্পাদক অধ্যাপক অজয় রায় ও সভাপতি তপোধীর ভট্টাচার্য । তপোধীর ভট্টাচার্য বলেন, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের অক্ষয় মনুষ্যত্ব ও অজেয় পৌরুষ আজও আমাদের প্রেরণা যোগায় । তিনি যে সমাজের স্বপ্ন দেখেছিলেন সেই সমাজ আজও আমরা সম্পূর্ণভাবে পাই নাই । আজও দেশে জাতি, ধর্ম, বর্ণকে কেন্দ্র করে সংঘাত ঘটে চলেছে । বিদ্যাসাগরের চর্চাকে জনমানসে ছড়িয়ে দিতে পারলে দেশে যুক্তিবাদী সমাজ গঠন সম্ভব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker