Barak UpdatesBreaking News
বুধবার অসম বনধ ডেকেছে মুসলিম সুরক্ষা সমিতিAssam bandh called by Muslim organisation on May 8
প্রসঙ্গত, গৌহাটি হাইকোর্ট বনধ-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর সংগঠনটি এই প্রথম অসম বনধ-এর ঘোষণা করে। গত মার্চ মাসে বনধকে নিষিদ্ধ ঘোষণা করে গৌহাটি হাইকোর্ট এক রায় প্রদান করে।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি বলেছেন, আগামী ২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপির ফল খারাপ হলে সংগঠনটি মুসলমান সমাজের ওপর অধিক আক্রমণাত্মক হতে পারে বলে সন্দেহ রয়েছে।
Further, unwarranted statements by legislator Prasanta Phukan and the various inflammatory comments made by BJP legislator of Hojai, Shiladitya Dev is another reason behind convening of state-wide bandh.
In a press meet organised by the committee, in Dispur Press Club, Rashidul Hoque Bahadur, former legislator and president of the organisation claimed that he and his organisation believe that RSS and Bharatiya Janata Party (BJP) were involved in the heinous Biswanath incident. Further, Bahadur also said that he is afraid that the BJP will unleash a reign of terror over the Muslim population, if the party does not perform well in the parliamentary elections.