India & World UpdatesHappeningsBreaking News

কিংবদন্তি চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায় প্রয়াত
Veteran filmmaker Basu Chaterjee dies

৪ জুন : প্রয়াত হলেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের সান্তাক্রুজের বাসভবনে ঘুমের মধ্যেই মারা যান তিনি। বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুতে চলচ্চিত্র শিল্প মহলে নেমে এসেছে শোকের ছায়া। পরিচালক মধুর ভাণ্ডারকর টুইটারে লিখেছেন, ‘প্রবাদপ্রতিম পরিচালকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর সুক্ষ্ম রসবোধ এবং সহজ করে ছবির গল্প বলার ক্ষমতা সারা জীবন মনে থেকে যাবে।’ “ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন-এর সভাপতি অশোক পণ্ডিত জানিয়েছেন, ‘বৃহস্পতিবার সকালে ঘুমের মধ্যেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন বাসু চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যু চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি।’

১৯৩০ সালে রাজস্থানের আজমের শহরে জন্ম হয় বাসু চট্টোপাধ্যায়ের। তাঁর পরিচালিত বিখ্যাত সিনেমাগুলি হল ‘সারা আকাশ’, ‘পিয়া কে ঘর’, ‘খাট্টা মিঠা’, ‘চক্রব্যুহ’, ‘বাতো বাতো মে’, ‘জিনা ইহা’, ‘আপনে পেয়ারে’, ‘চিতচোর’ ইত্যাদি। ছায়াছবির পাশাপাশি টিভি ধারাবাহিক পরিচালনায়ও দেখা গিয়েছে তাঁকে। দূরদর্শনে প্রচারিত জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’ এবং ‘রজনি’-ও তাঁরই পরিচালনা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker