India & World UpdatesHappeningsBreaking News
রাস্তা থেকে পড়ে গাছে আটকে গেল গাড়ি, মৃত জওয়ান
Vehicle slips from road & got struck in a tree, 1 soldier dead

২৩ আগস্ট : হিমাচল প্রদেশের রাজধানী সিমলার থেওগ তালুকে পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সেনাবাহিনীর একটি গাড়ি| এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেনার একজন জওয়ান| এছাড়াও আরও তিন জওয়ান কমবেশি আহত হয়েছেন| শুক্রবার দুর্ঘটনাটি ঘটে থেওগ তালুকের গালু এবং লাম্ভিদার-এর মাঝে| আহত সেনা জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শুক্রবার থেওগ তালুকের গালু এবং লাম্ভিদার-এর মধ্যবর্তী স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে পড়ে যায় সেনাবাহিনীর একটি গাড়ি। গাড়িটি উল্টে গেলেও পাহাড়ের কোলে গাছে আটকে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন সেনা জওয়ানের। এছাড়াও তিনজন জওয়ানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল গাড়িটি, তা খতিয়ে দেখা হচ্ছে।