India & World UpdatesBreaking News
India declares mourning on the death of Sultan of Oman
ওমানের সুলতানের প্রয়াণে সোমবার ভারতে রাষ্ট্রীয় শোক

১২ জানুয়ারি : ওমানের সম্রাটের প্রয়াণে সোমবার ভারতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এক টুইট বার্তায় কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। গত ১০ জানুয়ারি প্রয়াত হয়েছেন ওমানের সম্রাট সুলতান কাবুস বিন সইদ অল সইদ। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তাঁকে আধুনিক ওমানের রূপকার বলা হয়।
তাঁর মৃত্যুর খবরে ভারতের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। টুইটে বলা হয়েছে, ওমানের সম্রাটের সঙ্গে ভারতের অত্যন্ত সুসম্পর্ক ছিল। আর এজন্যই ভারত একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, এ দিন পুরো দিনটায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ওমানের সুলতানের প্রয়াণে শোক ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।