Barak UpdatesHappeningsBreaking News
৭ দিনে জমা জল সমস্যার সমাধান চেয়ে ডিসিকে স্মারকপত্র কংগ্রেসের
ওয়ে টু বরাক, ৬ এপ্রিল ঃ অপরিকল্পিত নির্মাণকাজ এবং শহরের জল নিষ্কাশন ব্যবস্থা নিয়ে জেলাশাসককে স্মারকলিপি প্রদান করল জেলা কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেস কমিটি অভিযোগ করেছে, বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই শহরে জমা জল কৃত্রিম বন্যার রূপ ধারণ করায় সাধারণ মানুষের মধ্যে যখন তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে, ঠিক সেসময় স্থানীয় জনপ্রতিনিধিরা টুইটের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে শিলচরের সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বিষয়টি মাথায় রেখে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধিদল বৃহস্পতিবার কাছাড়ের জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। আগামী ৭ দিনের মধ্যে জমা জলের সমস্যা সমাধানে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানান তারা। অন্যথায় কংগ্রেস আন্দোলনে যেতে বাধ্য হবে।
সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল জানান, অপরিকল্পিত নির্মাণ কাজ ও জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গোটা শহর কৃত্রিম বন্যার সম্মুখীন। এ ব্যাপারে বিজেপি সাংসদ ডাঃ রাজদীপ রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী নীরব ভূমিকা পালন করায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন অভিজিৎ। কেন্দ্র সরকারের কাছে টুইটের মাধ্যমে শিলচরের সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরে সাংসদ শহরবাসীর প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছেন বলেও এ দিন জানান তিনি। আগামী ৭ দিনের মধ্যে শহরে জমা জলের সমস্যা সমাধান না হলে শহরজুড়ে বৃহৎ গণআন্দোলন গড়ে তোলা হবে বলে এ দিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।