Barak UpdatesHappeningsBreaking News

ব্যবহৃত পিপিই কিট মেডিক্যালের খোলা মাঠে
Used PPE kit lying in open field of SMCH

৮ আগস্ট: ব্যবহৃত পিপিই কিট নিষ্ক্রিয় করার জন্য গর্ত খোঁড়া রয়েছে৷ কিন্তু কিট গর্তে নেই৷ জমছে এর ডানে-বাঁয়ে৷
শিলচর মেডিক্যাল কলেজের এই ঘটনায় উদ্বেগে সাধারণ মানুষ৷ খেলার মাঠে গর্ত খোড়ায় এর আশেপাশে থাকা আবাসনের সবাই দুশ্চিন্তায়৷ কারণ ছেলেমেয়েরা প্রায়ই মাঠে ছোটাছুটি করে৷

কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, বৃষ্টিতে গর্ত জলে ভরে যায়৷ তাই আপাতত পিপিই কিটগুলি উপরেই রাখা হচ্ছে৷ প্রতিদিন বেশি করে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হচ্ছে৷

তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ নিরাপদ, এমন কথা বলতে পারলেন না মেডিক্যাল কলেজের সুপারিন্টেন্ডেন্ট অভিজিত স্বামী৷ তাঁর কথায়, ‘রাস্তাঘাটে যে ব্যবহৃত মাস্ক পরে থাকে, সেগুলিও ভাইরাস ছড়াতে পারে৷ তবু আমরা নির্জন এলাকায় এমনভাবে কিটগুলো রাখছি, যাতে কারও ক্ষতি না হয়৷’ অভিজিতবাবু জানান, জেলা প্রশাসনের সঙ্গে এরই মধ্যে তাঁরা এ নিয়ে কথা বলেছেন৷ জায়গাও দেখা হয়েছে৷ চূড়ান্ত করা গেলে তখন আর সমস্যা হবে না৷ শুধু কোভিড বর্জ্যই সেখানে নিয়ম মেনে নিষ্ক্রিয় করা হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker