India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশে দুর্গাপূজা, ইউনুসের শুভেচ্ছা
ওয়েটুবরাক, ১০ অক্টোবর : দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ সেনাবাহিনী রাখা হয়েছে। নৌবাহিনী, বিজিবি’র টহল জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের নানা জায়গায় মোতায়েন করা হয়েছে। উৎসবের মেজাজে মেতে উঠেছেন মানুষজন৷
এবার বাংলাদেশে ৩১ হাজার ৪৬১ মন্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। বুধবার হিন্দু সম্প্রদায়ের সকল নাগরিককে দুর্গাপুজো উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তিনি বলেন, ‘‘হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজো উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাই।’’
এক্স হ্যান্ডলে তিনি উল্লেখ করেন, ‘’দুর্গাপুজো শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়। এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয়া দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।’’
মহম্মদ ইউনুস আরও লেখেন, ‘’বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সকলের। ধর্ম–বর্ণ নির্বিশেষে এদেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি।’’