Barak UpdatesBreaking News
ফের অজ্ঞাত মৃতদেহ উদ্ধার
Unidentified dead body recovered again

১৮ জুন : ফের নদী থেকে উদ্ধার হল মৃতদেহ। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুর চিরি নদীতে ভেসে উঠল এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ। জয়পুর থানা এলাকার ব্রেননগরের চিরি নদী দিয়ে একটি মৃতদেহ ভেসে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই বিষয়টি জয়পুর থানায় জানানোর পর ঘটনাস্থলে ছুটে যায় ওসি কে সিমতির নেতৃত্বে জয়পুর পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই মৃতদেহটি ৭২ ঘন্টা শিলচর মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জয়পুর থানার ওসি কে সিমতি জানান।