Barak UpdatesHappeningsBreaking News
শেষমেশ গ্রেফতার হলেন গ্রামীণ ব্যাঙ্কের মণিপুরের ম্যানেজার
১৬ অক্টোবর : শেষমেশ গ্রেফতার হলেন আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের হাইলাকান্দি মণিপুর শাখার ম্যানেজার। আমানতকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে বুধবার ম্যানেজার মণিরাম চৌহানকে গ্রেফতার করেছে পুলিশ। এ দিকে, এ দিন সন্ধ্যায় তাঁকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশেই দু’দিনের জন্য রিমান্ডে নিয়ে গেছে পুলিশ।
প্রসঙ্গত, আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের মণিপুর শাখার কয়েকজন আমানতকারী ব্যাঙ্কে জমা ফিক্সড ডিপোজিটের অর্থ ব্যাঙ্ক ম্যানেজার ও কর্মীরা আত্মসাত করেছেন বলে মঙ্গলবার অভিযোগ করেছিলেন। এমনকি আমানতকারীরা তাদের নামে জমা অর্থ ব্যাঙ্কের খাতায় না পেয়ে তালা ঝুলিয়ে দেন। রাত সাড়ে ৮টা নাগাদ জেলাশাসক কীর্তি জলির নির্দেশে অতিরিক্ত জেলাশাসক রণদারঞ্জন দাম পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান। অতিরিক্ত পুলিশ সুপার বরুণ পুরকায়স্থও এরপর পৌছান ব্যাঙ্কের কার্যালয়ে। তাদের সামনেও মানুষ দোষীদের গ্রেফতার চেয়ে প্রতিবাদ জানাতে থাকেন। এর আগে অবশ্য দফায় দফায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা সদলবলে সেখানে ছুটে গিয়েছেন। তবে আমানতকারীরা আন্দোলন থেকে সরে আসেননি। পরে ম্যানেজারের সঙ্গে কথা বলার শর্তে তালা খুলে দিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা।
অন্যদিকে ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার এ ব্যাপারে প্রাথমিক ত্দন্ত করার পর বুধবার কাটলিছড়া থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ ব্যাঙ্কের ম্যানেজারকে গ্রেফতার করে আদালতে পেশ করে।