Barak UpdatesHappenings
করিমগঞ্জে গীতাজয়ন্তী, গীতার মাহাত্ম্য বোঝার আহ্বান
২৭ ডিসেম্বর: বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী করিমগঞ্জ কার্যস্থানের ব্যবস্থাপনায় স্থানীয় বেবিল্যান্ড ইংলিশ হাইস্কুল প্রেক্ষাগৃহে গত শুক্রবার গীতা জয়ন্তী উদযাপিত হয়।
পূর্বনির্ধারিত কার্যসূচি অনুযায়ী অনুষ্ঠান শুরু হয় সঞ্চালক গৌতম দেবের তিন ওঁঙ্কার ধ্বনি উচ্চারণ, শান্তি পাঠ ও মঙ্গলাচরণ মন্ত্র উচ্চারণের মাধ্যমে৷ স্বাগত ভাষণ দেন কার্যস্থানের মার্গদর্শক ডা: দুর্বাদল দাস৷ ‘এক ভারত বিজয়ী ভারত’ প্রমুখ ড: মৃণাল কান্তি দত্ত বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী প্রতিষ্ঠার প্রেক্ষাপট সংক্ষেপে তুলে ধরেন। তিনি বলেন, বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর দুটি মূল লক্ষ্য মানব নির্মাণ ও রাষ্ট্র পুনরুত্থান৷ করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ রাধিকারঞ্জন চক্রবর্তী বলেন, গীতা অভ্যাসের মাধ্যমে আমরা জীবনের সব সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তিনি গীতার কিছু শ্লোক উল্লেখ করে উপস্থিত সকলকে গীতা নির্দেশিত পথে চলার আহ্বান জানান। রবীন্দ্র সদন বালিকা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা গীতা সাহা দৈনন্দিন জীবনে গীতার প্রয়োজনীয়তা অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেন। তিনি নিষ্কাম কর্মযোগের কথা উল্লেখ করেন। বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র-ছাত্রীদের গীতার মাহাত্ম্য আন্তরিক ভাবে অনুধাবন করার আহ্বান রাখেন তিনি।
কার্যকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য সেবাতলী প্রমুখ সুচন্দনা দেব সরকার, কোষাধ্যক্ষ শতরূপা দাস, বিভাস চন্দ্র দাস, দেবজ্যোতি দাস, শ্রাবণী পাল, কুন্তলা নাথ, মোহিত নমঃশুদ্র প্রমুখ ।