BusinessBreaking News

১৩০ টাকায় ১০০ ফ্রি চ্যানেল, নতুন নিয়ম ১ ফেব্রুয়ারি
TRAI’s new rule for DTH, Cable operators, Base price Rs. 130 from 1 February

১৩ জানুয়ারিঃ গ্রাহকরা এ বার নিজেদের পছন্দ অনুযায়ী ১০০টি ফ্রি চ্যানেল (স্ট্যান্ডার্ড ডেফিনেশন) বেছে নিতে পারবেন এবং তা শুধুমাত্র ১৩০ টাকার ‘বেস প্যাকে’ই মিলবে। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) এ কথা জানিয়েছে। ট্রাই-এর পক্ষ থেকে বলা হয়েছে, ১৩০ টাকার বেস প্যাকে ১০০টি ফ্রি চ্যানেল (স্ট্যান্ডার্ড ডেফিনেশন চ্যানেল) বেছে নেওয়ার পূর্ণ অধিকার থাকবে গ্রাহকের হাতে। ট্রাই-এর নয়া নিয়ম নিয়ে দেশ জুড়ে চর্চা শুরু হতেই বেশ কিছু সম্প্রচারকারী তাদের নেটওয়ার্কের একাধিক চ্যানেল নিয়ে একটি ‘প্যাকেজ’ বানিয়ে গ্রাহকদের সামগ্রিক দাম জানাচ্ছে। সেক্ষেত্রে এ দিনের বিবৃতিতে ট্রাই-এর স্পষ্ট নির্দেশ, আলাদা করে চ্যানেল বেছে নিতে পারবেন গ্রাহকরা। সুতরাং একটি সম্পূর্ণ ‘প্যাকেজ’ নয়, একটি নির্দিষ্ট চ্যানেলও বেছে নিতে পারবেন গ্রাহক’।

গত বছর ডিসেম্বর মাসে হঠাৎ করেই চ্যানেলের দাম বেড়ে যাওয়ায় মাথায় হাত ওঠে গ্রাহকদের। তারপরই ট্রাই জানায়, নতুন কাঠামো অনুসারে একজন গ্রাহক নিজের পছন্দের ও সাধ্যের ভিত্তিতে কেবল বা ডিটিএইচ পরিষেবা গ্রহণ করতে পারবেন। নির্দেশ অনুযায়ী ডিটিএইচ এবং ক্যাবল সংস্থাকে ১৩০ টাকার বিনিময়ে ১০০টি ফ্রি টু এয়ার চ্যানেল দেখাতে হবে। কিন্তু, এই ১০০টির বাইরে গ্রাহকদের পছন্দের প্রতি চ্যানেলের জন্য দিতে হবে আলাদা টাকা৷

Courtesy:Indian Express

গত মাসের শেষেই পছন্দের চ্যানেল বেছে নেওয়ার সমসসীমা বাড়িয়েছে ট্রাই। ১ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম চালু হবে। সে ক্ষেত্রে ৩১ জানুয়ারির মধ্যেই গ্রাহকদের চ্যানেল পছন্দ করে পরিষেবা প্রদানকারীকে জানাতে হবে। ইতিমধ্যে, ডিস টিভির ওয়েবসাইটের পেজে ট্রাইয়ের নতুন পরিকাঠামো অনুযায়ী চ্যানেল বেছে নেওয়ার পদ্ধতি শুরু হয়েছে।

সূত্রের খবর, একেকটি চ্যানেলের সর্বোচ্চ দাম হতে পারে ১৯ টাকা৷ তবে সুখবর, কেবল অপারেটর ও ডিটিএইচ ধার্য দামের ওপর ছাড় দিতে পারে। চ্যানেল নং ৯৯৯-এ “কনজিউমার ইনফরমেশন চ্যানেল” রাখার নির্দেশও দিয়েছে ট্রাই। সমস্ত সংস্থাকে এই চ্যানেল সম্প্রচার করতে হবে। এই চ্যানেলে অন্যান্য চ্যানেলের মূল্য-সহ অন্যান্য তথ্য ও প্রেস রিলিজও সম্প্রচারিত হবে।

January 13: The Telecom Regulatory Authority of India (TRAI) has issued a new statement on January 10, 2019, that the consumers have complete freedom to choose their desired 100 SD (Standard Definition) channels within the base pack of Rs 130 (exclusive of taxes). TRAI has given time till January 31 for consumers to opt for channels of their choice under the new scheme.

This means that for Rs 130 base pack, 100 channels are being offered. The channels (which can be free to air or paid channels) can all be decided by the consumer. “The desired channels could be in a Ia carte, free to air channels or pay channels or bouquet of pay channels or any combination thereof. The choice completely rests with the consumers,” TRAI said.

Courtesy:Indian Express

Some broadcasters are advertising their channels only in the form of monthly bouquets, where they have clubbed together several channels. TRAI reminds, “Customer may note that they have option to choose channels on a-la-carte also.” Which means that the users can pick the channels individually and they do not have to pick the bouquet with all the extra channels.

The base packs for both Tata Sky and Airtel’s starts from Rs 99 per month. For premium channels like Zee Cinema, Sony, Star Plus, Sony Ten and Star Sports, the individual pricing shoots above Rs 20. DD, B4U Music, and 9XM a few others are some of the channels which are free-to-air channels.
For those who want more than 100 channels they will have the option of choosing them in bouquets of 25 channels at Rs 20 extra pack. Taxes will mean that the final price could be higher. But for those who do not watch too many channels, the bill will be significantly lower than current packs. Also it has to be noted that, if a person choose one HD (High Definition) channel (not SD channel) in the base pack then it is counted as two channels.
Every cable operator/DTH player have been asked to run a separate channel (preferably on channel No. 999) for consumer information wherein consumer-related information including the prices of channels shall be displayed.

Please Note: The deadline for picking your favourite channel in order to avoid any last minute inconvenience is January 31, 2019. On February 1, 2019, these new rules and packs come into play.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker