NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappenings
বুধবার ট্রেন চলবে না ডিব্রুগড় রুটেওTrains in Dibrugarh route also cancelled on Wednesday
১০ ডিসেম্বরঃ ক্যাব বিরোধী আন্দোলনের জেরে বুধবার ডিব্রুগড় রুটে কোনও ট্রেন চলবে না। উত্তর-পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, ডিব্রুগড়-গুয়াহাটি শতাব্দী এক্সপ্রেস এবং গুয়াহাটি-নাহারলাগান শতাব্দি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।বাতিল তালিকায় রয়েছে নিউ তিনসুকিয়া-রঙ্গিয়া ইন্টারসিটি এক্সপ্রেস এবং রঙ্গিয়া-ডিব্রুগড় ইন্টারসিটি এক্সপ্রেস-ও।
উত্তর-পূর্ব সীমান্ত রেল আরও কিছু ট্রেনের যাত্রা সংক্ষেপ করে দিয়েছে। ৯ তারিখে যে রাজধানী এক্সপ্রেস দিল্লি থেকে রওয়ানা হয়েছে, সেটি ডিব্রুগড়ে না পৌ্ঁছে গুয়াহাটিতেই তার যাত্রা সমাপ্ত বলে ঘোষণা করবে। আবার ডিব্রুগড় থেকে মঙ্গলবার যে রাজধানী এক্সপ্রেস দিল্লির উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল, সেটি বুধবার পুরনো সূচি অনুসারে গুয়াহাটি থেকে ছাড়বে। এর গুয়াহাটি-ডিব্রুগড় অংশটি বাতিল করা হয়েছে। দিল্লি-ডিব্রুগড় ব্রহ্মপুত্র মেলকে লামডিঙে আটকে দেওয়া হবে। এর লামডিং-ডিব্রুগড় অংশ এ দিন বাতিল করা হয়েছে। আবার ডিব্রুগড় থেকে যে ব্রহ্মপুত্র মেলের দিল্লির উদ্দেশে রওয়ানা হওয়ার কথা, সেটি ডিব্রুগড়ের বদলে বুধবার পুরনো সূচি মেনে গুয়াহাটি থেকে ছাড়বে।
হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেসকে মরিয়নিতে আটকে দেওয়া হবে। পরে ওই কামরূপ এক্সপ্রেস ডিব্রুগড়ের বদলে বৃহস্পতিবার গুয়াহাটি থেকে রওয়ানা দেবে। চণ্ডিগড়-ডিব্রুগড় এক্সপ্রেসকেও মরিয়নিতে থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। একই বিবৃতিতে রেল জানিয়েছে, লালগড়-ডিব্রুগড় অবধ এক্সপ্রেসটিকে ডিমাপুরে থামিয়ে দেওয়া হবে। টাঙ্গানিতে শেষ হবে নাহারলাগন-তিনসুকিয়া এক্সপ্রেসের যাত্রা এবং ডেকারগাঁও-ডিব্রুগড় এক্সপ্রেস চলবে ধামাওগাঁও পর্যন্ত।