NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
পাহাড়ের বুক চিরে চলল যাত্রীবাহী রেল, উচ্ছ্বাসTrain service between Silchar- Guwahati resumed
ওয়েটুবরাক, 22 জুলাইঃ চোদ্দ মে ধস ও হড়পা বানে লণ্ডভণ্ড হয়ে যায় পাহাড় লাইন। বহু জায়গায় ট্র্যাক নিশ্চিহ্ন হয়ে পড়েছিল। কোথাও শূন্যে ঝুলছিল রেললাইন, কোথাও লাইনের ওপর মাটির স্তুপ। আটষট্টি দিন পরে শুক্রবার সে সব নির্মাণ, পুনর্নির্মাণ করে যাত্রীবাহী ট্রেন এগিয়ে চলল পাহাড়ের বুক চিরে। সকাল সাতটা কুড়ি মিনিটে শিলচর থেকে ছাড়ে গুয়াহাটির উদ্দেশে। সময় মতোই ট্রেনটি লামডিং হয়ে গুয়াহাটিতে পৌঁছায়। পাহাড় লাইনের সফল পরিষেবায় বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর জুড়ে উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। শনিবার থেকে পুরনো রুটিন মেনে সব ট্রেন চলবে।
উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, একশো চল্লিশ কোটি টাকা খরচ করে এই লাইনকে চলাচলযোগ্য করে তোলা হয়েছে। বারো জুলাই লামডিং-বদরপুর পুরো অংশে মালগাড়ি চালিয়ে পরীক্ষা করা হয়। লাগাতার নির্বিঘ্নে চলতে থাকে মালগাড়ি। এর পরই যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত এবং শেষে শুক্রবার বাস্তবায়ন।