NE UpdatesHappeningsBreaking News
১২ জুলাই পর্যন্ত গুয়াহাটতে সম্পূর্ণ লকডাউন
Total lockdown in Guwahati till 12 July

২৬ জুন : রবিবার মধ্যরাত থেকে আসামের গুয়াহাটি মহানগরে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ১২ জুলাই পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে। করোনা ভাইরাসের ফলে রাজধানী শহরে সংক্রমণ মারাত্মক বেড়ে যাওয়ায় রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই লকডাউনে অত্যাবশ্যকীয় পরিষেবা আগের মতোই চলবে।
শুক্রবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, গুয়াহাটি শহরে সংক্রমণ মারাত্মকভাবে বাড়ার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী ২৮ জুন মধ্যরাত থেকে গুয়াহাটিতে ১৪ দিনের লকডাউন জারি থাকবে। তিনি বলেন, ৭ দিন পর পরিস্থিতির পর্যালোচনা করা হবে। তখন সবকিছু বুঝে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে।