Barak UpdatesHappeningsBreaking News
Tipper kills another man near NIT Silchar
আরইসি সংলগ্ন সড়কে দুর্ঘটনায় মৃত ১

৮ মার্চ : রবিবার রাতে শিলচর শহরতলিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃত ব্যক্তি পশ্চিম সিঙ্গারির বাসিন্দা মাইপাক সিনহা। বয়স আনুমানিক ৫০। এ দিন রাত ন’টা নাগাদ আরইসি সংলগ্ন সড়কে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দ্রুতগতিসম্পন্ন একটি টিপারের ধাক্কায় এই ব্যক্তি প্রাণ হারান। তাম্বুটিলা এলাকায় সেতুর পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। স্থানীয় জনগণ দ্রুত এই ব্যক্তিকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিপারের ধাক্কায় তাঁর মাথায় গুরুতর জখম হয়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে। সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের পর তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।