NE UpdatesBarak UpdatesHappeningsSportsBreaking News

২৫ দিনেই ফিরে এল করোনা, প্রয়াত শিলচরের প্রাক্তন ক্রিকেটার সুবীর দত্তরায়
Former Silchar cricketer Subir Duttaroy dies at SMCH being infected with Covid twice

ওয়েটুবরাক, ২৮ মেঃ জেলার প্রাক্তন ক্রিকেটার শুভব্রত দত্তরায় আর নেই। আজ শুক্রবার রাত সাড়ে সাতটায় তিনি শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৫ বছর। রেখে গিয়েছেন স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য আত্মীয়পরিজন ও ভালবাসার মানুষদের। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুজয় দত্তরায় তাঁর দাদা৷

Rananuj

কাগজে-কলমে নাম শুভব্রত দত্তরায় হলেও  ক্রীড়াজগৎ কি সাধারণ জনতা, সবাই চিনতেন সুবীর দত্তরায় নামেই। ২৫ দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। ছিলেন শিলচর রামকৃষ্ণ আশ্রম রোডের বাড়িতে, আইসলেশনে। নেগেটিভও হন। কিন্তু মঙ্গলবার আচমকাই অসুস্থতা বোধ করেন। নিয়ে যাওয়া হয় গ্রিন হিলসে। ডাক্তাররা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটেছে। বৃহস্পতিবার তাঁকে এনে ভর্তি করা হয় জীবনজ্যোতি হাসপাতালে। সেখানে ধরা পড়ে, মাথায় তখনও কিছুটা রক্ত জমাট বেঁধে রয়েছে। তাঁরা গুয়াহাটি নিয়ে যেতে পরামর্শ দেন। বুধবার তাঁকে গুয়াহাটিতে নিয়ে ভর্তি করা হয়। মূল চিকিৎসার আগে রীতি মেনে কোভিড টেস্ট করানো হয়। তিনি ফের পজিটিভ বলে শনাক্ত হন। এ বার ডাক্তাররা বললেন, আগে নেগেটিভ হতে হবে এর পর অন্য চিকিতসা।

কী আর করেন পরিবারের সদস্যরা! শিলচরে নিয়ে এলেন। বৃহস্পতিবার রাত ২টায় তাঁকে শিলচর মেডিক্যাল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু এ বার আর কোনও চিকিৎসার সুযোগ মেলেনি। আজ রাতে চিরনিদ্রায় শায়িত হন।

তাঁর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলা ২টায় মেডিক্যাল থেকে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পরে কোভিড বিধি মেনে শিলচর শ্মশানে তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হবে। বরাক উপত্যকা ক্রীড়া সংস্থা (বাকস)-এর পক্ষ থেকেও সুবীরবাবুর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড় ও সাধারণ সম্পাদক বিজেন্দ্র প্রসাদ সিং সুবীর দত্তরায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বিজেন্দ্র জানান, শনিবার জেলা ক্রীড়া সংস্থার পতাকা অর্ধনমিত থাকবে।

সুবীরবাবু এএসইবি-তে চাকরি করতেন। ২০১৬ সালে অবসর গ্রহণ করেছিলেন। ক্রিকেটার হিসেবে যথেষ্ট নামডাক ছিল তাঁর। শিলচরের মাঠে তো বটেই, ১৯৮৭ সালে তিনি অসমের রনজি দলেও নির্বাচিত হয়েছিলেন। ২০০২ সালে অনূর্ধ্ব-১৫ আসাম রাজ্যদলের নির্বাচকমণ্ডলীতে ছিলেন। তিনি ছিলেন অলরাউন্ডার। তরুণ সংঘের হয়ে অনেকদিন ছিলেন ওপেনার ও উইকেট কিপার।

রাজনীতির ময়দানে তিনি ছিলেন সক্রিয় কংগ্রেস কর্মী। জেলা কংগ্রেসের পক্ষ থেকেও তাঁর প্রয়াণে শোক ব্যক্ত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker