Barak UpdatesHappeningsBreaking News

প্রসূতি রোগ বিশেষজ্ঞ শান্তনু দাস প্রয়াত

ওয়েটুবরাক, ১২ এপ্রিল : করিমগঞ্জ জেলার বিশিষ্ট প্রসূতি রোগ চিকিৎসক শান্তনু দাস আর  নেই । মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় করিমগঞ্জ সরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।  বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অনেক আত্মীয়পরিজন ও শুভানুধ্যায়ীদের রেখে গিয়েছেন। বেশ কিছুদিন থেকে তিনি লিভার, কিডনি ও হৃদরোগের সমস্যায় ভুগছিলেন ।

Rananuj

ডা: শান্তনু দাসের মূল বাড়ি দক্ষিণ করিমগঞ্জের বারইগ্রামে। তাঁর পিতা প্রয়াত চারু কুমার দাস একজন স্বাধীনতা সংগ্রামী ৷ মাতা প্রয়াত ঊষা রানী দাস স্বাধীনতার পর প্রথম পঞ্চায়ত
সভানেত্রী ছিলেন । তারা দশ ভাই এক বোন৷ শান্তনু ছিলেন সর্বকনিষ্ঠ পুত্র । প্রাথমিক ও মাধ্যমিক বারইগ্রামে৷ এর পর করিমগঞ্জ কলেজ ও শিলচর মেডিক্যাল কলেজ থেকে প্রসূতি চিকিৎসক হয়ে সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন ।
প্রথমে কিছুদিন করিমগঞ্জ রেডক্রস হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করেন, পরে করিমগঞ্জ সরকারি হাসপাতালে যোগ দেন৷ মৃত্যুর আগে পর্যন্ত সেখানেই ছিলেন শান্তনু দাস ।

তিনি বারইগ্রাম কিশোর সংঘ ও রাধারমণ গ্রন্থাগার সহ  জেলার নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
করিমগঞ্জ ব্রজেন্দ্র রোডের শ্মশানে মঙ্গলবার রাতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে জেলার চিকিৎসকদের পাশাপাশি পরিচিতি মহল ও বারইগ্রাম এলাকা থেকে অনেক মানুষ আসেন ।
সকালে সামাজিক প্রচার মাধ্যমে চিকিৎসক শান্তুনু দাসের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে করিমগঞ্জ জেলা সহ বরাক উপত্যকার তার পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker