NE UpdatesBarak UpdatesBreaking News

আবেদনের সময় বেড়ে ১২০ দিন, নোটিফিকেশন জারি
Those excluded from NRC can apply to FT within 120 days, notification issued

২৩ আগস্ট : এনআরসিতে নাম অন্তর্ভুক্ত না হওয়া লোকদের জন্য ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করার সময়সীমা ১২০ দিন পর্যন্ত বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে এনআরসিতে নাম না থাকা ব্যক্তি ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করে নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন।

যদি ফরেনার্স ট্রাইব্যুনালে এ ধরনের আবেদনকারীকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হয়, তবেই এনআরসি তালিকায় নাম না থাকা ব্যক্তিকে বিদেশি হিসেবে পরিগণিত করা হবে। এই অধিসূচনার মাধ্যমে ২০০৩ সালের নাগরিকত্ব আইন এর অষ্টম ধারায় আগের ৬০ দিনের জায়গায় ১২০ দিন পর্যন্ত বৃদ্ধি করার কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এদিকে, এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য শনিবার থেকে কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker