Barak UpdatesBreaking News

এবারও পঞ্চায়েত রোড দিদি নম্বর ওয়ান শিপ্রা সাহা
This year too Shipra Saha bags Didi No.1 title at Panchayat Road

৬ অক্টোবরঃ পঞ্চায়েত রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির দুইবছরের আকর্ষণ ‘দিদি নম্বর ওয়ান প্রতিযোগিতা’। দুইবারই ‘পঞ্চায়েত রোড দিদি নম্বর ওয়ান’ নির্বাচিত হন শিপ্রা সাহা। পুরস্কার হিসেবে পূজা কমিটির পক্ষ থেকে দেওয়া হয় কাপ, শংসাপত্র। লক্ষ্মী জুয়েলার্স দেয় স্বর্ণালঙ্কার। অন্যান্য জুয়েলারি, বিউটি পার্লারও দেয় ডিসকাউন্ট ভাউচার।

Rananuj

দ্বিতীয় নম্বর ওয়ান হওয়ার এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য  আগে থেকেই এলাকায় নাম লেখানোর হিড়িক পড়ে। এ বার মোট ২৪জনকে নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। মিউজিক্যাল চেয়ার, উলুধ্বনি প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান, সঙ্গীত জ্ঞান পরীক্ষা—–ধাপে ধাপে লড়াইর পর দশজনকে চূড়ান্ত প্রতিযোগী হিসেবে বাছাই করা হয়। তাদের প্রত্যেককে পূজা কমিটির পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

প্রতিযোগিতা পরিচালনার জন্য এ বার আমন্ত্রণ জানিয়ে আনা হয় লায়নেস পারমিতা পালকে। সুন্দর সঞ্চালনার জন্য আয়োজকরা তাঁকে সাধুবাদ জানান। এই প্রতিযোগিতা পর্ব সার্বিকভাবে দেখভাল করেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী শিল্পী চক্রবর্তী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker