NE UpdatesHappeningsBreaking News
অসমে ৩১৪টি স্কুলে শিক্ষক নেই একজনও! There is not a single teacher in 314 schools of Assam!
ওয়েটুবরাক, ১৭ মার্চ: রাজ্যের ৩১৪টি স্কুলে একজনও শিক্ষক নেই। মাত্র ১ জন শিক্ষক দিয়ে চলছে ৩৭১৬ স্কুল৷ অসম রাজ্য প্রাথমিক শিক্ষক সংগঠনের সমীক্ষাতেই এই শোচনীয় ছবি উঠে এসেছে। আজ অসম বিধানসভায় এই তথ্য তুলে ধরে ইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম জানান, শিক্ষকহীন স্কুলের সংখ্যা তেজপুরে ৫৫টি, ডিব্রুগড়ে ৩৮টি৷ এমনকী গুয়াহাটি মহানগরেও ৩৭টি স্কুলে কোনও শিক্ষক নেই। খোদ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার বিধানসভা কেন্দ্র জালুকবাড়িতেও শিক্ষক না থাকা স্কুলের সংখ্যা ৩৮টি।
মাত্র একজন শিক্ষক থাকা স্কুলের সংখ্যা রাজ্যে ৪৪৪৪টি। তাদের মধ্যে রাজধানী গুয়াহাটিতে একজন শিক্ষক থাকা স্কুলের সংখ্যা ২২৪টি। ডিব্রুগড়ে ২১৫ ও গোয়ালপাড়ায় ১৫৭টি। অসমের ৩২টি জেলার ৫১ মহকুমায় মোট প্রাথমিক স্কুলের সংখ্যা ৩৩৮২৯টি। একটিই ঘরে সব ক্লাস চলছে ১৬৬৪টি স্কুলে। হাজারটি স্কুলে শৌচাগার নেই। আমিনুল বলেন, এই হাজার স্কুলের বাইরেও বাকি অনেক স্কুলে নামে শৌচাগার থাকলেও সেখানে জল নেই বা অবস্থা শোচনীয়। রাজ্য সরকার ডিজিটাল শিক্ষার কথা বললেও ১০ হাজার স্কুলে বিদ্যুৎ নেই। গত ২০ বছরে সরকারি স্কুলে কোনও নতুন আসবাব দেওয়া হয়নি।
বিরোধীদের অভিযোগ, রাজ্য সরকার সরকারি স্কুলের উন্নয়নে আন্তরিক নয়। তাদের উদ্দেশ্য, সব ছাত্রছাত্রী যেন বেসরকারি স্কুলে মোটা টাকা দিয়ে পড়াশোনা করে।