Barak UpdatesCulture
পঞ্চায়েত রোডে দিদি নম্বর ওয়ান প্রতিযোগিতায় ব্যাপক সাড়া
১৬ অক্টোবরঃ বিগ বাজেটের পুজো নেই। তবু দর্শক টানে শিলচরের পঞ্চায়েত রোড, দাস কলোনি এলাকা। পঞ্চায়েত রোড মহিলা পরিচালিত সর্বজনীন দুর্গাপূজা কমিটি, পঞ্চায়েত রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি, ক্লাব সানসাইন, জনকল্যাণ সংঘ সহ বেশকিছু পুজো রয়েছে এই অঞ্চলে। নিয়ম-শৃঙ্খলা, স্বচ্ছতা, শব্দদূষণ প্রতিরোধ সহ নানা বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতায় মহিলা পরিচালিত পুজো প্রতি বছর পুরস্কার পায়। ফলে তাদের দেবীবন্দনা দেখতে প্রতিদিন দর্শকরা ভিড় জমান। এ বারও এর ব্যতিক্রম নয়। সান সাইন ক্লাবের পুজোপ্রাঙ্গণও সারাক্ষণ জমজমাট থাকে।
পঞ্চায়েত রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির বড় আকর্ষণ বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। মঙ্গলবার সপ্তমীর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মহিলাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘পঞ্চায়েত রোড দিদি নম্বর ওয়ান প্রতিযোগিতা’। সঙ্গীতজ্ঞান, বুদ্ধির পরিচয়, তাতক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সহ বিভিন্ন দিক খতিয়ে দেখেন বিচারকরা। দফায় দফায় বাছাইয়ের পর শিপ্রা সাহাকে ‘পঞ্চায়েত রোড দিদি নম্বর ওয়ান’ হিসেবে ঘোষণা করা হয়। দ্বিতীয় স্থানাধিকারী রেশমী চক্রবর্তী। অনুপমা দেব তৃতীয় হয়েছেন। পূজা কমিটির পক্ষ থেকে তিন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতা এলাকার মহিলাদের মধ্যে বেশ সাড়া ফেলে। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন শিল্পী চক্রবর্তী, মহাশ্বেতা চক্রবর্তী ও ইন্দ্রাণী সেনগুপ্ত। তাঁদের ঘোষণাও অনুষ্ঠানের আকর্ষণ বাড়িয়ে তোলে।
English text here