Barak UpdatesBreaking News

শিয়ালদহের জিআরপি থানায় এফআইআর করলেন শ্বেতা
Sweta files with Sealdah GRP against ill behaved constable

২৬ জুনঃ শেষে শিয়ালদহে গিয়েই এফআইআর করতে হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে হেনস্তার শিকার শ্বেতা রায়কে। তাও নানা দুর্ভোগের পর। জিআরপি কনস্টেবলের হেনস্তার চেয়ে এফআইআর করার দুর্ভোগও কম নয়, শিয়ালদহ জিআরপি থানায় বসে নিজের অভিজ্ঞতা জানালেন শ্বেতা। বললেন, অভিযুক্ত কনস্টেবল মীর হোসেন আলি মঙ্গলবার রঙ্গিয়া স্টেশনে নেমে যান। সেখানেই তিনি এফআইআর করতে চেয়েছিলেন। সেখানকার স্টেশনমাস্টার তাঁকে নিউ বঙ্গাইগাঁও গিয়ে অভিযোগ জানাতে বললেন।

Rananuj

নিউ বঙ্গাইগাঁও স্টেশনের কমপ্লেন ডেস্কে গিয়ে শুনলেন, তাঁরা শুধু হারানো-প্রা্প্তির রিপোর্ট রাখেন। অন্য কিছু নয়। কী আর করেন তিনি! সোশ্যাল মিডিয়ার দৌলতে বিষয়টি জেনে ফারাক্কা স্টেশনে রেলকর্তারা গিয়ে তাঁর সঙ্গে গিয়ে কথা বলেন। এ বার দুর্ভোগটা কমল বলে ভেবেছিলেন শ্বেতা। কিন্তু না। শিয়ালদহ নেমে অভিযোগ জানাতে গেলে তাঁকে পরদিন দুপুরে যেতে বলা হয়। শ্বেতা বুধবার বেলা একটায় গিয়ে বসে থাকেন শিয়ালদহ জিআরপি থানায়। বিকেল চারটায় তাঁর এজাহার রেখে জানিয়ে দেওয়া হয়, এটি রঙ্গিয়া জিআরপি-কে পৌঁছে দেওয়া হবে। তাঁরাই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

Also Read: শিলচরের মহিলা যাত্রীর সঙ্গে রেল পুলিশের দুর্ব্যবহার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker