Barak UpdatesBreaking News
স্বামীজির মূর্তি উন্মোচনে করিমগঞ্জে হাজির দেশ-বিদেশের সন্ন্যাসীরাSwami Vivekananda’s statue to be unveiled at Karimganj on Saturday
৩০ নভেম্বর : প্রস্তুতি শেষ, শুক্রবার রাত পেরোলেই শুরু হবে টানা ৫ দিনের অনুষ্ঠান। এ বছরই একশ’ বছরে পা দিয়েছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন। ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে সন্ন্যাসীরা এসে হাজির হয়েছেন সীমান্ত শহরে। দেশের বাইরের কয়েকটি মিশনের মহারাজরাও এসেছেন।
সব মিলিয়ে দু’দিন আগে থেকেই করিমগঞ্জে এক উৎসবময় পরিবেশ। অনুষ্ঠান উপলক্ষে মিশনকে যেমন আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে, তেমনি শহরের একাধিক স্থানে বসানো হয়েছে তোরণ।
বুধবার করিমগঞ্জ এসে পৌঁছেছেন বেলুড় মঠের ভাইস প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দজি মহারাজ। বৃহস্পতিবার করিমগঞ্জ আসেন দক্ষিণ আফ্রিকার ডারবান রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সুমনশানন্দজী মহারাজ। এসেছেন রাশিয়া মিশনের স্বামী জ্যোতিরূপানন্দজী মহারাজ ও সিলেট মিশনের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। এছাড়াও শুক্রবার এসে পৌঁছেছেন বেলুড় মঠের সহ সম্পাদক স্বামী তত্ত্ববিদানন্দজি মহারাজ।
এ দিকে, শনিবার সকাল সাড়ে সাতটায় মিশন চত্বরে উন্মোচিত হবে ব্রোঞ্জের তৈরি স্বামী বিবেকানন্দের মূর্তি৷ মূর্তি উন্মোচনের পর বের হবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা।
অন্যদিকে, করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের শতবর্ষপৃতি উপলক্ষে শহরকে সাজিয়ে তুলতে চেষ্টার কসুর বাকি রাখছে না পুরসভা। গ্রামবাসীদের বাধাদান সত্ত্বেও পুলিশ নামিয়ে শুক্রবার চান্দশ্রীকোনায় আবর্জনা ফেলে পুরসভা। শহরের পরিচ্ছন্নতা দেখতে মাঠে নামেন খোদ উপ পুরপতি যিশুকৃষ্ণ রায়। তিনি জানান, শুক্রবার রাতেও সাফাইকর্মীরা শহরের আবর্জনা পরিষ্কার করবেন।