Barak UpdatesHappeningsBreaking News
ভকতপুরে কলেজ ছাত্রী খুন, চাঞ্চল্য
College student ruthlessly killed in the outskirts of Silchar

ওয়েটুবরাক, ২২ ফেব্রুয়ারিঃ শিলচরের নিউ ভকতপুর চেংকুড়ি এলাকায় মঙ্গলবার দিনদুপুরে এক তরুণীকে খুন করল এক দুষ্কৃতী। নিহত নিশা সিনহা এলাকারই তিলকচাঁদ কলেজের উচ্চ মাধ্যমিক ছাত্রী। এ দিন দুপুর দুইটা নাগাদ বাড়ির কাছেই খালি জমিতে তাকে ডেকে নেয় দুষ্কৃতী। সেখানেই সে ভোজালি নিয়ে অবস্থান করছিল বলে এলাকাবাসীর অনুমান। নিশা যেতেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে ওই দুষ্কৃতী। এলাকাবাসী তাকে অমর সিনহা বলে সন্দেহ করছে। তার মূল বাড়ি জিরিবামে। বেসরকারি ব্যাঙ্কে চাকরির সুবাদে ভকতপুরে নিশাদের পাশের বাড়িতে ভাড়াঘরে থাকত। পুলিশ তদন্তে নেমেছে। সন্দেহভাজন অমর পলাতক।
প্রতিবেশীরা জানিয়েছেন, নিশার বাবা নবকুমার সিনহা একজন সেনাকর্মী। বর্তমানে মাসিমপুরে কর্মরত। তিনি মঙ্গলবার দুপুরে কিছুক্ষণের জন্য বাড়িতে গিয়েছিলেন। মাসিমপুরে ফেরার মিনিট দশেক পরেই এই ঘটনা ঘটে। প্রতিবেশীদের অনুমান, মোবাইলে নিশাকে ডেকেছিল অমর। সে বেরনোর সময় পরিবারেরই এক শিশু সদস্যকে কোলে করে নিয়ে যায়। পরে শিশুটিকে মাটিতে নামিয়ে দিয়ে তার সামনেই পেটে, ঘাড়ে ও হাতে কোপ বসায় দুষ্কৃতী।
কেন এ ভাবে এক তরুণীকে মেরে ফেলল সে, পুলিশ তদন্তের আগে মুখ খুলতে নারাজ। মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।