India & World UpdatesHappeningsBreaking News

দিল্লির অভিবাসী শ্রমিক নিয়ে রিপোর্ট তলব করল সুপ্রিমকোর্ট
Supreme Court seeks report from centre on migrant labourers in Delhi

৩০ মার্চ: সমগ্র দেশজুড়ে চলছে লকডাউন । তার মধ্যে দিল্লিতে বিভিন্ন রাজ্যের কয়েক হাজার শ্রমিক আটকে রয়েছেন। ওই অভিবাসী শ্রমিকরা ঘরে ফেরার জন্য উন্মুখ হয়ে লকডাউন তোয়াক্কা না করে  শনিবার বাস ধরতে দিল্লি ও উত্তরপ্রদেশ সীমানায় ভিড় জমান। এই ভিড়ের ছবি দেখে সমগ্র দেশ শিউরে উঠেছিল।

এ নিয়ে দেশের শীর্ষ আদালতে পৃথক দু’টি জনস্বার্থ মামলা হয়। একটি করেন আইনজীবী অলক শ্রীবাস্তব এবং অন্যটি আইনজীবী রশ্মি বনসাল। আজ প্রধান বিচারপতি এসএ বোবদে ও বিচারপতি এল নাগেশ্বর রাও-এর বেঞ্চে মামলা দুটির শুনানি হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শুনানি চলে৷

বিচারপতিদ্বয় বলেন, এ ধরনের জটলা করোনা ভাইরাসের থেকেও উদ্বেগজনক । কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা শুনানিতে অংশগ্রহণ করে বলেন,  শ্রমিকদের এভাবে বাড়ি যাওয়া বন্ধ করা উচিত৷ তাই দিল্লির আনন্দবিহার বাস টার্মিনাস ও গাজিয়াবাদ থেকে হাজার হাজার শ্রমিকের উত্তরপ্রদেশ ও বিহার ফিরে যাওয়ার চেষ্টার ঘটনায় কেন্দ্র সরকার রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠিয়ে জানিয়েছে, তাদের ১৪দিনের কোয়রান্টিনে পাঠানোর জন্য।

এ সম্পর্কীত শপথনামা দাখিলের কথাও তিনি আদালতকে জানান।  এর পরই সুপ্রিমকোর্ট শোনায়, কেন্দ্র কী কী সিদ্ধান্ত নিয়েছিল তা নয়, শ্রমিকস্রোত বন্ধ করার জন্য কী কী পদক্ষেপ কেন্দ্র নিয়েছে, সে স্টেটাস রিপোর্ট মঙ্গলবার দুপুরে জানাতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker