NE UpdatesHappeningsBreaking News
Sunday starts with 4 new confirmed cases, total in Assam reaches 350চিরাং-যোরহাটে সংক্রমিত ৪
Active cases in Assam 286
২৪ মে: করোনা সংক্রমণ প্রতি মুহূর্তেই যেন বেড়েই চলেছে অসমে। রবিবার দিনের শুরুতেই আরও চার করোনা পজিটিভের ব্যাপারে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্বশর্মা। সকাল সাড়েন’টায় নিজের টুইটার হ্যান্ডেলে তিনি ঘোষণা করেন নতুন রোগীর সংখ্যা। এরমধ্যে দু’জন চিরাংয়ের। তাঁরা আগে থেকেই তেজপুরের কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। বাকি দুজন যোরহাটের। উভয়ই চেন্নাই ফেরত। এই চার নিয়ে রাজ্যে সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০। তারমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ৫৭ জন। মারা গেছেন ৪। ভিন রাজ্যে ৩ জন। বর্তমানে রাজ্যে করোনা চিকিৎসাধীন রয়েছেন ২৮৬। ফলে আতঙ্ক যে বাড়ছে, তা বলার অপেক্ষা রাখে না।
May 24: Positive cases are on the rise in Assam. Sunday started with 4 new COVID-19 positive cases. Out of the 4 new patients, 2 are from Chirang, at Tezpur quarantine centre and 2 from Jorhat with travel history to Chennai. The total has now mounted up to 350 in Assam. However, the number of active cases in the state are 286.
📌Alert ~ 4 new #COVID19+ confirmed.
2 from Chirang, at Tezpur quarantine centre; 2 from Jorhat with travel history to Chennai
↗️Total cases 350
↗️Recovered 57
↗️Active cases 286
↗️Deaths 04
↗️Migrated 03Update 9.30 am / May 24#AssamCovidCount pic.twitter.com/Rk6KCyO5NQ
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 24, 2020